Country

4 days ago

Congress sits in CWC meeting: সিডব্লিউসি মিটিংয়ে বসল কংগ্রেস, পহেলগামের নিহতদের স্মৃতিতে নীরবতা পালন

Congress sits in CWC meeting
Congress sits in CWC meeting

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা করার জন্য শীর্ষ কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার দলের কার্যকরী কমিটির একটি জরুরি বৈঠক করেছেন। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ, প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যরা দিল্লিতে দলের ২৪, আকবর রোড অফিসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে অংশ নেন। পহেলগামের নিহতদের স্মৃতিতে কিছু সময় নীরবতা পালন করা হয়।


You might also like!