কুশীনগর, ২১ এপ্রিল : উত্তর প্রদেশের কুশীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও দু'জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভুজৌলি গ্রামের কাছে, একটি দ্রুতগতির মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনাটি ৬ জনের মৃত্যু হয়েছে ও দু'জন আহত হয়েছেন। নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে একজন মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দেবগাঁও গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা, সেই সময় শুক্লা ভুজৌলি মোড়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি।