লখনউ, ২৩ জুন : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার লখনউতে ‘জনতা দর্শন’-এ অংশ নেন। প্রায় ৬৫ জনেরও বেশি মানুষের অভাব-অভিযোগ শুনে তিনি নিজে তাঁদের সঙ্গে কথা বলেন এবং আবেদনপত্র গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, প্রতিটি সমস্যার পাশে সরকার আছে। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশে রাজ্যের প্রতিটি নাগরিকের সেবা, সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার। বিগত ৮ বছর ধরে সরকার এই লক্ষ্যেই কাজ করছে।
জনতা দর্শনে পুলিশ, ভূমি রাজস্ব, চিকিৎসা, শিক্ষা, আবাসন সংক্রান্ত বহু অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং বলেন, প্রতিটি অভিযোগে দ্রুত ও সন্তোষজনক নিষ্পত্তি হতে হবে, কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। পাশাপাশি জনতা দর্শনে আসা শিশুদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাদের চকলেট দিয়ে আশীর্বাদ করে তাদের পড়াশোনার খোঁজখবর নেন ।