Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

2 days ago

Bengal Weather Forecast: মঙ্গলবার দুই বঙ্গেই সকালে কুয়াশার সতর্কতা, কমতে পারে দৃশ্যমানতা

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ৬ জানুয়ারি : হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পরবর্তী তিন দিন তাপমাত্রা একইরকম থেকে যাবে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের উপর সক্রিয় থাকবে শৈত্য বলয়। যার জেরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই বাড়বে কনকনে হাওয়ার দাপট। যার ফলে রাতের দিকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মঙ্গলবার খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা এই দুই জেলায় নামতে পারে ৫০ মিটারের কাছাকাছি।

শীতের আবহে উত্তরবঙ্গে রাতে সান্দাকফু, ঘুম, ধোত্রে এবং চটকপুর-সহ একাধিক উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত বা তুষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। রাতের সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। বজায় থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং-সহ তিন জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও।

You might also like!