Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Video

1 week ago

Kunustoria Colliery | কুনুস্তোরিয়া কোলিয়ারি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় KKSC-র জয়

 

জামুরিয়া, কুনুস্তোরিয়া কোলিয়ারি সমবায় নির্বাচনে, তৃণমূল কংগ্রেস সমর্থিত INTTUC-এর সাথে যুক্ত কয়লা খনি শ্রমিক কংগ্রেস বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। ৩১ জুলাই নয়জন সদস্যের জন্য সমবায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যার জন্য মনোনয়ন প্রক্রিয়া দুই দিন ধরে চলেছিল। কিন্তু মঙ্গলবার মনোনয়নের শেষ দিন পর্যন্ত অন্য কোনও শ্রমিক সংগঠন কোনও মনোনয়ন জমা দেয়নি। ফলস্বরূপ, KKSC বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো বোর্ড দখল করে । এই বিষয়ে, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রেমপাল সিং বলেন , এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যেভাবে উন্নয়নমূলক কাজ চলছে তারই জয়। তিনি বলেন যে তৃণমূলের কোনও বিরোধিতা না থাকাকালীন কোনও বিরোধী দল এখানে মনোনয়ন জমা দিতে আসেনি, বা মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা পায়নি, তবুও কোনও বিরোধী দল কোনও মনোনয়ন জমা দেয়নি, যার কারণে ৯ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি বলেন , এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছেন কারণ এটি কেবল তাঁর কারণেই সম্ভব হয়েছে। KKSC-এর পক্ষে মনোজ মণ্ডল, সঞ্জয় চৌধুরী, ধনঞ্জয় কাহার, সন্তোষ মাঝি, আশিস মণ্ডল, মহম্মদ আলিম আনসারি, পার্থ সারথি কুন্ডু, বাবলি চক্রবর্তী, লখিমানা দেবী মনোনয়ন জমা দিয়েছিলেন এবং আজ এই ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

You might also like!