Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Travel

1 week ago

December Travel Guide India: শীতকালীন মরশুমে দেশের অজানা ঠিকানায় ঘুরে আসুন, রইল ভিড়বিহীন গন্তব্যের বিস্তারিত তথ্য

December Travel Guide India
December Travel Guide India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের মরসুম মানেই অনেকের কাছে কুল্লু-মানালি বা উত্তরাখণ্ডের স্বপ্নময় পর্বতমালা। তবে দেশের নানা প্রান্তে এমন গোপন শহর ও গ্রাম রয়েছে, যেখানে ডিসেম্বর মাসে প্রকৃতি মেলে ধরে একেবারে পোস্টকার্ডের মতো শীত, মনোরম আবহাওয়া এবং শান্ত পরিবেশ। 

* রাজস্থান: ডিসেম্বরে রাজস্থানের রোদ আলাদা মায়া ছড়ায়। সকালের ঠান্ডা আর বিকেলের উষ্ণতা মিলিয়ে এই মরুভূমির রাজ্য পরিণত হয় নিখুঁত ‘উইন্টার ট্রাভেল ডায়রি’-র পাতায়। শেখাওয়াটির ঐতিহ্যবাহী হাভেলি, মাউন্ট আবুর শীতল বাতাস আর নক্কি হ্রদের নীল জলে আলো ছায়ার খেলা ভ্রমণপিপাসুদের মন মাতায়। বুন্দি ও কোটা যেমন শান্ত সৌন্দর্যে ভরপুর, তেমনই চিতোরগড়, ভরতপুর, আলওয়ার, নাথদ্বার বা কুম্ভলগড়ের ঐতিহাসিক প্রাচীনতা ডিসেম্বরের আবহে আরও মুগ্ধতা বাড়ায়।

* গুজরাট: গুজরাটেও ডিসেম্বরের আলাদা ছন্দ। ভুজের হাতে তৈরি হস্তশিল্প, সোমনাথের নির্জন সাগর, জুনাগড়ের পাহাড়ি রুক্ষ সৌন্দর্য আর কচ্ছের রণের সীমাহীন ধূসর মরুভূমি, সব মিলিয়ে শীতের মরসুমে গুজরাট যেন তার সবচেয়ে মোহনীয় রূপে ধরা দেয়। বিশেষ করে কচ্ছের শীতকালীন দৃশ্য ভ্রমণকারীদের মনে দীর্ঘদিন রয়ে যায়।

* কেরল: কেরল ডিসেম্বর মানে সবুজ, নীল আর সোনালি রঙের অসাধারণ মেলবন্ধন। কোচিনের ইউরোপীয় গলিপথ, মুন্নারের ঠান্ডা চা-বাগান, ওয়ানাড়ের চুপচাপ পাহাড়ি আবহ, পুভারের চমৎকার সমুদ্রতট, ভাগামনের কুয়াশা আর আথিরাপ্পিল্লির গর্জন করা জলপ্রপাত, সব মিলিয়ে ডিসেম্বরের কেরল যেন স্বর্গীয় শান্তি দেয়।

* পশ্চিমবঙ্গ: এখানেও শীতের আমেজ কম যায় না। পাহাড়ের পাশাপাশি মন্দারমণি-তাজপুরের শান্ত বিচ আর কার্শিয়াংয়ের নিরিবিলি পাহাড়-সব মিলিয়ে ডিসেম্বর এখানে খুবই উপভোগ্য। এখানকার শীত যেমন অতিরিক্ত কড়া নয়, তেমনই যাতায়াতও সহজ, ফলে কম সময়ে নিখুঁত ট্রিপ সেরে নেওয়া যায়।

ডিসেম্বরে ঠাণ্ডা এড়িয়ে সমুদ্রের নীল হাওয়ায় সময় কাটাতে চাইলে আন্দামান একেবারে উপযুক্ত গন্তব্য। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক ও নর্থ বে—প্রতিটি স্থানের জলে নেমে স্পোর্টসের মজা, আলো, বাতাসের শীতলতা মিলিয়ে ছুটিকে করে তুলবে স্মরণীয়। বারাতাংয়ের গুহা এবং অন্যান্য প্রাকৃতিক আকর্ষণ এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

You might also like!