Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Travel

2 years ago

Travel: কোলকাতার কাছে কাটিয়ে আসুন দু'এক রাত - ফিরবেন একরাশ আনন্দ নিয়ে

Spend a night or two near Kolkata - come back with full of joy
Spend a night or two near Kolkata - come back with full of joy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মন একটু বিশ্রাম চায়। চায় ধারে কাছে একটু ঘুরতে। কিন্তু কোথায় যাবে? সব জায়গায় তো ঘোরা হয়ে গেছে। আজ আমরা কোলকাতার একদম কাছে ৩টে জায়গার হদিস দিচ্ছি। পাবেন মন ভোলানো আনন্দ।

১) পুষ্পবন - ডায়মন্ড হারবার - একদিনের ঘুরতে যাওয়ার জন্য আদর্শ জায়গা হল ডায়মন্ড হারবার। আর এখানেই রয়েছে কয়েক ঘণ্টা বা দু'একদিন কাটানোর জন্য পুষ্পবন। পুষ্পবন ঘুরে ক্লান্ত হয়ে গেলে সমাধান করে ফেলতে পারেন কেল্লা রহস্যের! আসলে এখানে রয়েছে দুটি কেল্লা। তবে কেল্লা বলতে কিন্তু শুধু ধ্বংসাবশেষই রয়েছে এখন, কারণ একটি কেল্লা তৈরি হয়েছিল পর্তুগিজ আমলে আরেকটি তৈরি হয়েছিল ইংরেজ আমলে।

বিশদে জানার জন্য যোগাযোগ করতে পারেন - ৯৮৩১০৩৯০৩২ এই নম্বরে। ওরা হোটেল রিসর্ট থেকে শুরু করে গাড়ি দিয়েও আপনাকে সাহায্য করবে।

২) দেউলটি - গ্রাম্য মেঠো পথে পিকনিক করতে চাইলে দেউলটি রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। কলকাতা থেকে ৬৩ কিলোমিটার দূরের এই জায়গায় গাড়িতে পৌঁছবেন দেড় ঘণ্টার মধ্যে। পুকুরের জ্যান্ত মাছ, গাছ থেকে সদ্য পেড়ে আনা নারকেল রাখতে পারেন মেনুতে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে আসতে পারেন ইচ্ছে হলে। তাছাড়াও আছে অপূর্ব সুন্দর রূপনারায়ণ নদী। কাছেই আছে রাধা ও মদনগোপালের মন্দির, চাইলে দেখে আসতে পারেন। বিদ্যাসাগর সেতু ধরে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করে বা ট্রেনেও খুব সহজে দেউলটি যাওয়া যায়।

থাকার জায়গা

প্রান্তিক রিট্রিট, যোগাযোগের নম্বর- ৮৮২০৫২৩৮৫৫

৩) বিশ্রাম বাগানবাড়ি, টাকি -

কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটারের দূরত্বে রয়েছে টাকি স্টেশন। স্টেশন থেকে কয়েক মিনিট খানেক এগোলেই ইছামতি যদি আর তার পাড়েই বিশ্রাম বাগান বাড়ি। বাগান বাড়ির ভেতরেই রয়েছে ছোট ছোট কটেজ যেখানে আপনি বন্ধুদের সঙ্গে বা পরিবারের সাথে আড্ডা দিতে পারেন; রয়েছে দীঘি, মন্দির, ছাউনি দেওয়া পুকুরঘাট আর অজস্র গাছ-গাছালি আর সবুজের সমারোহ। শহর থেকে দূরে নিরিবিলি এই পরিবেশে এলেই মনটা ভালো হয়ে যাবে। যদি রাত্রিবাস করতে চান তার ব্যবস্থাও আছে এখানে।

 বিশদে জানার জন্য যোগাযোগ করতে পারেন - ৯০০৭০১২২৭১ এই নম্বরে।

You might also like!