দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi-র একটি ফোন নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। কারণ সেই ফোনের বেশ কিছু ফিচার ফাঁস হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী Xiaomi 14 এবং Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ফ্ল্যাট এবং কার্ভড উভয় ধরনের স্ক্রিন।এই সিরিজের অধীনে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোন দুটি লঞ্চ হতে পারে। যদিও এই মুহূর্তে ফোন দুটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি,আপনাদের এই দুটি ফোনের ডিটেইলস জানানো হল।
এই জনপ্রিয় মডেলগুলি এই বছরের শেষ নাগাদ মার্কেটে আসতে পারে। অর্থাৎ Xiaomi 14 এবং 14 Pro 2023 সালের ডিসেম্বরে লঞ্চ হতে পারে। মনে করা হচ্ছে এই স্মার্টফোন সিরিজটি প্রথম চীনে লঞ্চ হবে। তারপর এটি অন্যান্য মার্কেটে লঞ্চ হবে।
Xiaomi 14 সিরিজের স্পেসিফিকেশন
প্রসেসর: কোম্পানি Xiaomi 14 সিরিজে Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করতে পারে। এই প্রসেসরটি নভেম্বরে আসতে চলেছে অর্থাৎ চিপসেট আসার পর ফোনগুলি লঞ্চ করা হবে।
ডিসপ্লে: এই ডিভাইসটি একটি কার্ভ ফ্ল্যাট ডিসপ্লে প্যানেলে লঞ্চ হতে পারে।
ক্যামেরা: এই ফোনের Pro মডেলটিতে তিনটি 50-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা লেন্স থাকতে পারে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় 1 ইঞ্চি Sony IMX989 লেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয় এই ফোনে পেরিস্কোপ জুম ক্যামেরা লেন্সও থাকতে পারে। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরাটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে বলে জানা গেছে।
ব্যাটারি: Xiaomi 14 ফোনে 4880mAh ব্যাটারি এবং Xiaomi 14 Pro ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। Pro ভেরিয়েন্টে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে এবং সাধারণ ভেরিয়েন্টে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।