দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইনস্ট্যান্ট চ্য়টিংয়ের জন্য সবথেকে জনপ্রিয় অ্য়াপ হোয়াটসঅ্য়াপ। ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন ফিচার অ্য়াড করে সংস্থাটি। এবার নিরাপত্তার কথা ভেবে আরও একটি ফিচার নিয়ে আসছে মেটার ওই প্ল্যাটফর্মটি। এতদিন পর্যন্ত ফোন নম্বর সেভ করে তারপর চ্যাট করতে হতো ব্যবহারকারীদের। এবার থেকে ইউজারনেম দিয়েই ব্যবহারকারীদের সার্চ করা যাবে।
এখনই এই ফিচারটি সকলের জন্য চালু করা হয়নি। তবে হোয়াটসঅ্য়াপ বিটা ইনফোর (WABetaInfo)-র তরফে জানানো হয়েছে আপাতত বিটা ভার্সনে রয়েছে এই ফিচারটি। এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে।
এই ফিচারের মাধ্যমে প্রত্যেক হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারী একটি করে ইউজারনেম ক্রিয়েট করতে পারবেন। এবং সেই ইউজারনেম অন্য অপরিচিত ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করা যাবে। ফলে ফোন নম্বর প্রকাশ্য়ে না এনেও অপরিচিত ব্যবহারকারীদের সঙ্গে চ্যাট করা সম্ভব। যদিও পুরো বিষয়টি ঐচ্ছিক।
এই ফিচারটি ইতিমধ্যে টেলিগ্রামে উপলব্ধ রয়েছে। নয়া ফিচারটি এবার হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীরাও পাবেন।