Technology

2 years ago

Cyber Security : সাইবার সিকিউরিটিতে অনন্য নজির গড়লেন বাংলার ছেলে

Ritvik Roy (Collected)
Ritvik Roy (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সত্যিই এগিয়ে বাংলা! চন্দ্রযান-৩ এ বাঙালী বিজ্ঞানী মানস সরকারের পর আবার ও বিরাট সাফল্য পেলেন আরেক বঙ্গ সন্তান  ঋত্বিক রায়।  মাত্র এক ঘণ্টায় ১৬ টি সফটওয়্যার বানিয়ে রেকর্ড গড়েছেন ঋত্বিক। আর এই সাফল্যের জেরে ঋত্বিক তার নাম নথিভুক্ত করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

সাইবার সিকিউরিটি নিয়ে আয়েদিন নানা সমস্যায় পড়তে হয় আমাদের সকলেই।  অনেকেই ফেসবুক থেকে ইন্সটাগ্রাম হ্যাকিংয়ের স্বীকার। মূলত সাইবার সিকিউরিটি নিশ্চিত করাই ঋত্বিকের এক ও একমাত্র লক্ষ্য। কুচবিহার, হাওড়া-হাট অঞ্চলের ঋত্বিক বিগত ৫ বছর ধরে সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে চলেছেন।সাধারণ মানুষকে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ প্রদানে বিশেষ ভূমিকা পালন করার পাশাপাশি, সাইবার নিরাপত্তা নিয়ে একটি বইও লিখে ফেলেছেন বছর ২২-এর এই যুবক। 

দীর্ঘদিন ধরেই সফটওয়্যার তৈরির দিকে ঝোঁক ঋত্বিকের। সবচেয়ে কম সময়ে সর্বাধিক সংখ্যক সফটওয়্যার বানিয়ে রেকর্ড গড়ে উচ্ছ্বসিত তিনি। মাত্র এক ঘণ্টার মধ্যে ১৬ টি সফটওয়্যার বানিয়ে রেকর্ড তৈরি করেন ঋত্বিক। একটি ক্যালকুলেটর, একটি চ্যাটিং এপ্লিকেশন, তিনটি গেম, তিনটি ভাইরাস এবং আটটি হ্যাকিং সফটওয়্যার তৈরি করায় ঋত্বিকের নাম ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে।

ঋত্বিক সকলের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় জানিয়েছেন, “আমি মনে করি আমাদের জীবন একটি, তাই এই ছোট জীবনে আমাদের সমস্ত রকমে ভাল কাজ গুলি করা উচিত। যাতে তা আর পাঁচজনের কাজে লাগতে পারে”।

You might also like!