Technology

2 years ago

Google-Amazon is giving 'offers' to employees:স্বেচ্ছায় অবসর নিলেই মিলবে এক বছরের প্যাকেজ! কর্মীদের ‘অফার’ দিচ্ছে গুগল-অ্যামাজন

Google-Amazon is giving 'offers' to employees
Google-Amazon is giving 'offers' to employees

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছেই। একের পর এক কোম্পানি শুরু করেছে ছাঁটাই অভিযান। বিশেষত টেক কোম্পানিগুলিতে বেশি দেখা গেছে এমন পরিস্থিতি। শুধু টেক কোম্পানি নয়, ছোট বড় বিভিন্ন কোম্পানি একই পথে হেঁটেছে। মেটা থেকে অ্যামাজন, এবার নিজেদের কোম্পানিতে কর্মক্ষমতা কমাতে নতুন পথ অবলম্বন করল।

সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, যদি কোনও কর্মী স্বেচ্ছায় অবসর। নিতে চান, তবে তিনি এক বছরের বেতন-সহ বেশ অনেকটাই ক্ষতিপূরণ পাবেন! জানা যাচ্ছে, এই নিয়ে গুগলের (Google) মাদার কোম্পানি অ্যালফাবেট এই বিষয়ে কর্মীদের সঙ্গে আলোচনাও শুরু করেছে বলে খবর।

শুধু গুগল নয়, অ্যামাজনও (Amazon) একই জিনিস করতে শুরু করেছে। শোনা যাচ্ছে, এই বিষয়ে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দিয়েছে। সেখানে এক বছরের প্যাকেজ ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে।

 জানা যাচ্ছে, ফের গুগল, অ্যামাজন ছাঁটাইয়ের কথা ভাবছে। তবে গণছাঁটাইয়ে যাওয়ার আগে তাঁরা কর্মীদের সুযোগ দেওয়া নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ৭০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়বে, তাও আশঙ্কা করা হচ্ছে।


You might also like!