দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার থেকে ব্লু সাবস্ক্রিপশন না থাকলে ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টে নিরাপত্তার বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই সুবিধা পেতে আপনাকে অবশ্যই প্রতি মাসে নিজের পকেট থেকে অতিরিক্ত ৯০০ টাকা দিতে হবে। টুইটার অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে পাসওয়ার্ডের পাশাপাশি দিতে হয় একটি কোড। যা আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস বা ইমেলের মাধ্যমে আসে। ফলে যে কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারে না। কিন্তু এবার থেকে এই নিরাপত্তার সুবিধা পেতে হলে টুইটার ব্লু সাবস্ক্রিপশন করতেই হবে।
জানা গিয়েছে,যারা ভেরিফায়েড ফোন নম্বর দিয়ে সাবস্ক্রিপশন করবেন, তারা অটোমেক্যালি নিজেদের টুইটার প্রোফাইলে ব্লু ভেরিফায়েড ব্যাজ পেয়ে যাবেন। পাশাপাশি বেশ কিছু অ্যাডভার্টাইজ,লম্বা পোস্ট এবং আপকামিং ফিচারের আরলি অ্যাকসেসও পেয়ে যাবেন।
ব্লু টিক পেতে হলে আপনাকে নিজের টুইটার অ্যাকাউন্টে থেকেই আবেদন করতে হবে। প্রথমে সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করে রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর টুইটারের ভেরিফিকেশন পেজটি খুলবে। পেজের নিচে লেখা apply now-এ ক্লিক করে start the process of its verification এ ক্লিক করে বেছে নিতে হবে আপনি কোন ক্যাটাগরির ব্লু টিক পাবেন। সবশেষে identity যাচাই করার জন্য আপনার একটি আইডি কার্ড এবং টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করে এমন অফিসিয়াল ওয়েবসাইটের একটি লিঙ্ক দিলে আপনার আবেদন সম্পূর্ণ হবে।