দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Hero MotoCorp আমেরিকার বিখ্যাত ক্রুজার বাইক নির্মাতা Harley-Davidson এবং ব্রিটেনের আইকনিক প্রিমিয়যাম মোটরসাইকেল কোম্পানি Triumph-এর সাথে জোট বেঁধে Bajaj এই সপ্তাহে ভারতে নতুন মডেল লঞ্চ করতে চলেছে।বাজাজ-ট্রায়াম্ফ-এর একজোড়া বাইক সদ্য আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে। এগুলি হল – Speed 400 ও Scrambler 400X। দুটিই ভারতের বাজারে আগামী ৫ জুলাই লঞ্চ হচ্ছে। আর হিরো-হার্লে যৌথ উদ্যোগে তৈরি বাইক X440 আজ অর্থাৎ ৩ জুলাই দেশে হাজির হতে চলেছে। আসুন প্রিমিয়াম মোটরসাইকেল দুটির সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইঞ্জিন ও গিয়ারবক্স
Bajaj-Triumph জুটির এই দুটি মডেল অর্থাৎ Speed 400 এবং Scrambler 400 X-এ দেওয়া হয়েছে TR-সিরিজ় 398.15cc, সিঙ্গেল সিলিন্ডার, লিক্যুইড কুলড, ফোর ভালভ্, DOHC ইঞ্জিন। এই মোটরটি 9.5 bhp চার্ন আউট করতে পারে 8,000 RPM-এ এবং 37.5 Nm পিক টর্ক দিতে পারে 6,500 RPM-এ। ইঞ্জিনটি পেয়ার করা থাকছে একটি 6 স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে। স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচের মতোও জরুরি ফিচার দেওয়া হয়েছে বাইকটিতে।
হার্ডওয়্যার ও ফিচার্স
Triumph-এর নতুন মোটরসাইকেলগুলি নির্মিত হয়েছে হাইব্রিড স্পাইন/পেরিমিটারের উপরে ভিত্তি করে। 43mm আপসাইড-ডাউন (USD) ফ্রন্ট ফর্ক রয়েছে এবং বাইকের পিছনে একটি গ্যাস চার্জড মনো-শক অ্যাবজ়র্বার দেওয়া হয়েছে। ব্রেকিং ডিউটি পারফর্ম করছে ডিস্ক ব্রেক, সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ডুয়াল চ্যানেল ABS। এই ABS আসলে Scrambler 400 X-এর জন্য সুইচেবল। এছাড়া দুটি বাইকেই রয়েছে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ফিচার্সের দিক থেকে বাইকটিতে থাকছে LED হেডল্যাম্প, একটি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও তার সঙ্গে LCD সহ আরও অনেক কিছু।
দাম, কবে থেকে পাওয়া যাবে
Triumph Speed 400 এবং Scrambler 400 X ভারতে লঞ্চ করা হবে 5 জুলাই। বাইক দুটি দেশের বাজারে একবার এসে গেলেই সেগুলি সবথেকে সস্তার Triumph মোটরসাইকেল হতে চলেছে এবং তাদের দাম হবে 3 লাখ টাকারও কম। এই দুই Triumph মোটরবাইকেই দুই বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারান্টি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে ক্লাস-লিডিং 16,000 কিলোমিটারের সার্ভিস ইন্টার্ভালও মিসবে।