Technology

2 years ago

Triumph Speed 400, Scrambler 400X:বাজাজ সঙ্গে জুটি বেঁধে ট্রায়াম্ফের দুটি দুর্ধর্ষ বাইক লঞ্চ করছে

Triumph Speed 400, Scrambler 400X
Triumph Speed 400, Scrambler 400X

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Hero MotoCorp আমেরিকার বিখ্যাত ক্রুজার বাইক নির্মাতা Harley-Davidson এবং ব্রিটেনের আইকনিক প্রিমিয়যাম মোটরসাইকেল কোম্পানি Triumph-এর সাথে জোট বেঁধে Bajaj এই সপ্তাহে ভারতে নতুন মডেল লঞ্চ করতে চলেছে।বাজাজ-ট্রায়াম্ফ-এর একজোড়া বাইক সদ্য আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে। এগুলি হল – Speed 400 ও Scrambler 400X। দুটিই ভারতের বাজারে আগামী ৫ জুলাই লঞ্চ হচ্ছে। আর হিরো-হার্লে যৌথ উদ্যোগে তৈরি বাইক X440 আজ অর্থাৎ ৩ জুলাই দেশে হাজির হতে চলেছে। আসুন প্রিমিয়াম মোটরসাইকেল দুটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

ইঞ্জিন ও গিয়ারবক্স

Bajaj-Triumph জুটির এই দুটি মডেল অর্থাৎ Speed 400 এবং Scrambler 400 X-এ দেওয়া হয়েছে TR-সিরিজ় 398.15cc, সিঙ্গেল সিলিন্ডার, লিক্যুইড কুলড, ফোর ভালভ্, DOHC ইঞ্জিন। এই মোটরটি 9.5 bhp চার্ন আউট করতে পারে 8,000 RPM-এ এবং 37.5 Nm পিক টর্ক দিতে পারে 6,500 RPM-এ। ইঞ্জিনটি পেয়ার করা থাকছে একটি 6 স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে। স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচের মতোও জরুরি ফিচার দেওয়া হয়েছে বাইকটিতে।

হার্ডওয়্যার ও ফিচার্স

Triumph-এর নতুন মোটরসাইকেলগুলি নির্মিত হয়েছে হাইব্রিড স্পাইন/পেরিমিটারের উপরে ভিত্তি করে। 43mm আপসাইড-ডাউন (USD) ফ্রন্ট ফর্ক রয়েছে এবং বাইকের পিছনে একটি গ্যাস চার্জড মনো-শক অ্যাবজ়র্বার দেওয়া হয়েছে। ব্রেকিং ডিউটি পারফর্ম করছে ডিস্ক ব্রেক, সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ডুয়াল চ্যানেল ABS। এই ABS আসলে Scrambler 400 X-এর জন্য সুইচেবল। এছাড়া দুটি বাইকেই রয়েছে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ফিচার্সের দিক থেকে বাইকটিতে থাকছে LED হেডল্যাম্প, একটি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও তার সঙ্গে LCD সহ আরও অনেক কিছু।

দাম, কবে থেকে পাওয়া যাবে

Triumph Speed 400 এবং Scrambler 400 X ভারতে লঞ্চ করা হবে 5 জুলাই। বাইক দুটি দেশের বাজারে একবার এসে গেলেই সেগুলি সবথেকে সস্তার Triumph মোটরসাইকেল হতে চলেছে এবং তাদের দাম হবে 3 লাখ টাকারও কম। এই দুই Triumph মোটরবাইকেই দুই বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারান্টি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে ক্লাস-লিডিং 16,000 কিলোমিটারের সার্ভিস ইন্টার্ভালও মিসবে।

You might also like!