দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলে একসময় জল ছিল, না বলে, নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন, এখনও জল রয়েছে। মঙ্গলপৃষ্ঠে জলপ্রবাহের সেই চিহ্ন ধরা পড়েছে নাসার ক্যামেরায়। নাসার বিজ্ঞানীদের দাবি, কোনও একটি নয়, একধিক নদী রয়েছে মঙ্গলে। এবং, বর্তমানে সেইসব নদীতে জলপ্রবাহ রয়েছে। কোনওটিই মরা বা শুকিয়ে যাওয়া নদী নয়। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, মঙ্গলের নদীর জল মিষ্টি নয়, লোনা।
এই জলের অস্তিত্ব মেলার পরেই মঙ্গলে প্রাণ নিয়ে প্রবল আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য যে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা, এদিন সে ইঙ্গিত দিয়েছে নাসা। তাঁদের দৃঢ় বিশ্বাস, লোনা জলে আণুবিক্ষনিক জীব থাকার সম্ভাবনা প্রবল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসা জানায়, সারা বছর জল না-থাকলেও, মঙ্গলের নদীতে সেখানকার গ্রীষ্মে জল থাকেই। বাকি সময় ঠান্ডার কারণে জল জমাট বেঁধে যায়। তাঁদের সাম্প্রতিক পর্যবেক্ষণ দীর্ঘদিনের থিওরোকেই সমর্থন করছে।
পারসিভিয়ারেন্স এখন মঙ্গলের মাটিতে ঘুরে মাটি ও পাথর সংগ্রহ করছে। প্রথমে মাটিতে ফুটো করছে। তারপর সেখান থেকে নমুনা সংগ্রহ করে একটি টিউবে ভরে ফেলছে। সব সময় যে মাটি ফুটো করেই নমুনা সংগ্রহ করছে তা নয়। আশপাশে ছড়িয়ে থাকা পাথরও সংগ্রহ করছে নাসার যান। এই টিউবগুলি নমুনা ভরে ফিরে আসবে পৃথিবীতে। তারপর মঙ্গলগ্রহের মাটি হাতে পাওয়ার পর মঙ্গলের সম্বন্ধে ধারনা আরও বদলে যেতে পারে অচিরেই। মঙ্গলকে ভাল করে চিনতে গেলে বিজ্ঞানীদের মঙ্গলের বিভিন্ন অংশের মাটির নমুনা প্রয়োজন। সেই পথেই অনেকটা এগিয়ে গেলো নাসা।