Technology

2 years ago

Slumdog billionaires:শিল্পী গোকুল পিল্লাইয়ের শিল্পে বিশ্বের তাবর ধনকুবেররা বস্তিবাসী

Slumdog billionaires
Slumdog billionaires

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শিল্প সভ্যতার এক অনন্য সৃষ্টি। শিল্পীর ভাঁড়ারে অনেক ধনকুবের হাজির। দুনিয়ার সর্বসুখ যে হাতের মুঠোয়, বোঝা যায় চেহারা দেখেই। কিন্তু একডাকে যাঁদের চেনে গোটা বিশ্ব, বিশ্বের সেই তাবড় ধনকুবেরদের নুন আনতে পান্তা ফুরনো অবস্থা যদি হত, তাঁদের চেহারায় তার কী ছাপ পড়ত, কৃত্রিম মেধার দৌলতে এ বার টের পাওয়া গেল তা-ও অপূর্ব নান্দনিক।

 আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম মেধার কারিকুরি দেখে ইতিমধ্যেই তাজ্জব নেটদুনিয়া। মহাত্মা গান্ধী, মাদার টেরেসার সেলফি থেকে মার্ক জুকারবার্গ, ইলন মাস্কদের মডেল হিসেবে পেশ করে নজর কেড়েছে। এ বার তুলির টানে বিশ্বের তাবড় ধনকুবেরকে হতদরিদ্র হিসেবে তুলে ধরেও তাক লাগিয়ে দিল প্রযুক্তি। শিল্পী গোকুল পিল্লাই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। প্রাসাদ নয়, বিশ্বে তাববড় ধনকুবেড় বস্তিবাসী হলে, কেমন হত তাঁদের চেহারা, নিজের কল্পনায় ফুটিয়ে তুলেছেন তিনি। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে। কারণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জুকারবার্গ সকলকেই তিনি সৃষ্টি করেছেন বস্তিবাসী হিসাবে। শিল্পী অস্কারজয়ী ছবির উল্লেখ করে  লেখেন, ‘স্লামডগ মিলিয়নেয়ার্স। তালিকা থেকে কেউ বাদ পড়লেন কি’?

You might also like!