Technology

2 years ago

4G Internet Service On The Moon :প্রযুক্তির চূড়ান্ত সাফল্য - চাঁদে মিলতে চলেছে 4G ইন্টারনেট পরিষেবা

moon
moon

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর্টেমিস মিশনের আগে নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধল নাসা। মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মোবাইল সংস্থা নোকিয়া রিয়েল টাইম যোগাযোগ সাধন করতে এই উদ্যোগ নিয়েছে। নোকিয়া এবং নাসা চাঁদে ৪জি ইন্টারনেট পরিষেবা আনতে দলবদ্ধ হয়েছে। ২০২৩ সালের মধ্যেই চাঁদে মোবাইল নেটওয়ার্ক চালু হবে। আর্টেমিস মিশনে সহায়তার লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

২০২৩ সালের শেষের দিকে নাসার আর্টেমিস মিশন টু-এ স্পেস-এক্স রকেটে তা চালু হবে। চাঁদে কেন ৪জি নেটওয়ার্কের প্রয়োজন। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি আর্টেমিস মিশনে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তির চূড়ান্ত সাফল্যের নিদর্শন তৈরি হতে চলেছে নাসা ও নোকিয়ার সমবেত চেষ্টায়। নাসার এক মুখপাত্র রবিবার এই খবর দেন।

  নাসা সূত্রের খবর,আর্টেমিস মিশনে ২০২৫ সালে নভশ্চররা চাঁদের মাটিতে নামবেন। নাসা মনে করছে এই ৪জি নেটওয়ার্ক রোভারের রিমোট কন্ট্রোল, রিয়েল-টাইম ভিডিও স্ট্রিমিং এবং টেলিমেট্রি ডেটা পৃথিবীতে ফেরত পাঠাতে সক্ষম হবে। চাঁদে কাজ করা মহাকাশচারীদের জন্যও এই ব্যবস্থা সহায়ক হবে। পৃথিবী থেকে তাঁদের কাজ পর্যবেক্ষণকারী বিজ্ঞানী এবং প্রকৌশলীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে ৪জি নেওয়ার্ক। যদি এই সাফল্য পাওয়া যায়, তালে বিশ্ব বিজ্ঞান মহলে আরো নতুন ভাবনার আগমন ঘটবে। বিস্ময়ের বিষয় হলো এই নেটওয়ার্কের সাহায্যে চাঁদ থেকে পৃথিবীতে ভিডিও কলও করা যাবে। এখনো ৫জি নেট ততটা সাফল্য না পাওয়ায় নোকিয়া ৪জি অবলম্বন করেছে। ৪জি নেটওয়ার্কের সঙ্গে মহাকাশচারীরা পৃথিবীতে নতুন অফিসও তৈরি করেছে। সেই অফিসের সঙ্গে নভশচরদের সরাসরি সংযুক্ত রাখার জন্য এই নতুন নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

You might also like!