Technology

2 years ago

China : চিনে নতুন প্রযুক্তির হেলিকপ্টারের সফল উড়ান

China
China

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চিন একের পর এক নতুন প্রযুক্তি তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে। এবার চিন নিয়ে আসলো এমন এক উদ্ধারকারী হেলিকপ্টার যা যথেষ্ট কার্যকর। শুক্রবার অর্থাৎ ৭ এপ্রিল সেই হেলিকপ্টারের সফল উড়ান হলো। চিনা সংবাদমাধ্যম জানাচ্ছে,শুক্রবার চীনের তৈরি অগ্রসর হেলিকপ্টার এসি৩৩২ থিয়ানচিনে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। এসময় এটি আকাশে বিরতি এবং স্থিতিশীল অবতরণসহ নানা কার্যক্রম সফলভাবে শেষ করেছে। এবং ওদের দাবি ওরা সম্পূর্ণ সফল।

  

  এক মুখপাত্র জানাচ্ছেন, এ হেলিকপ্টার জরুরি উদ্ধার কাজে মালভূমিসহ নানা বিশেষ পরিবেশে ব্যবহার করা যাবে। এদিকে, এয়ারবাস কোম্পানি ও চায়না অ্যাভিয়েশন সাপ্লাই হোল্ডিং কোম্পানি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, এয়ারবাস থেকে ১৫০টি এ৩২০ এবং ১০টি এ ৩৫০-৯০০ বিমান ক্রয় করেছে চিন। এই হেলিকপ্টার নতুন বাণিজ্যের পথ খুলে দেবে চিনে - দাবি সংস্থার।


  এয়ার বাস কোম্পানির অনুমান অনুযায়ী, আগামী ২০ বছরে চীনের বিমান পরিবহন পরিমাণ বছরে ৫.৩ শতাংশ বৃদ্ধি পাবে। এখন থেকে ২০৪১ সাল পর্যন্ত চীনের যাত্রী ও কার্গো বিমানের চাহিদা হবে ৮৪২০টি। পাশাপাশি, চীনের থিয়ান চিন শহরে এয়ারবাস তাদের দ্বিতীয় চূড়ান্ত সমাবেশ লাইন নির্মাণ করবে। উল্লেখ্য, ২০০৮ সালে থিয়ান চিন শহরে প্রথম সমাবেশ লাইন চালু হয়েছে এবং এ পর্যন্ত মোট ৬০০টি এ৩২০ বিমানের চূড়ান্ত সমাবেশ করেছে।

You might also like!