দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে খুব কম দামে লো বাজেট 5G স্মার্টফোন কেনা যায়। আপনি যদি একটি নতুন মোবাইল কেনার প্ল্যান করে থাকেন তাহলে একটি 5G ফোন কেনাই ভালো। এই পোস্টে আমি আপনাদের ভারতীয় মার্কেটে 15,000 টাকার কম বাজেটে উপলব্ধ 5টি লো বাজেট 5G ফোনের তালিকা শেয়ার করছি৷ এই স্মার্টফোনগুলি 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে এবং এই ফোনগুলি মাত্র 11,999 টাকা থেকে কেনা যাবে৷
Samsung Galaxy M13 5G
এই ফোনের দাম দেশে 11,999 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর সহ 4 GB RAM যা 12 GB পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা আছে। 6.5 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে। এখানে 64 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে, এবং 5000mAh ব্যাটারি আছে।
Redmi Note 11
এই ফোনের দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এখানে আছে Qualcomm Snapdragon 680 প্রসেসর সহ 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে 50, 8 এবং 2 মেগাপিক্সেলের তিনটি ট্রিপল রিয়ার ক্যামেরা মিলবে। 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে মিলবে এখানে। এটিতে 90 Hz রিফ্রেশ রেট মিলবে। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।
Poco M4 Pro 5G
এই ফোনের দাম 12,999 টাকা। এটিতে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। MediaTek Dimensity 810 প্রসেসর সহ 5000mAh ব্যাটারি আছে এখানে। 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে মিলবে সঙ্গে 50 এবং 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে।
Infinix Note 12 5G
এই ফোনের দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এই ফোনে আছে MediaTek Dimensity 810 5G প্রসেসর সহ 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আছে রিয়ার প্যানেলে। 6.7 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে সঙ্গে 5000mAh ব্যাটারি।