দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ২রা ফেব্রুয়ারি ‘Galaxy Unpacked 2023’ লঞ্চ ইভেন্ট চলাকালীন ভারতের বাজারে Galaxy S23 স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছিল Samsung। আর আজ অর্থাৎ আনুষ্ঠানিক লঞ্চের তিন মাস পর দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি তাদের এই লেটেস্ট সিরিজের স্ট্যান্ডার্ড মডেল Galaxy S23 -কে শীঘ্রই নতুন ‘লাইম’ (Lime) কালার অপশনে নিয়ে আসার ঘোষণা করল। জানিয়ে রাখি লঞ্চের সময়ে ডিভাইসটি ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, গ্রিন এবং ল্যাভেন্ডার কালার অপশনে এসেছিল। লাইম কালারের বিশেষ ভ্যারিয়েন্টটি লঞ্চ হলে ভারতীয়রা Samsung Galaxy S23 স্মার্টফোনকে মোট ৫টি আকর্ষণীয় কালারের মধ্যে বেছে নিতে পারবেন।
Samsung Galaxy S23 FE এর দাম
বাজারে Samsung Galaxy S23 FE ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 59,999 টাকা। একইভাবে এই ফোনের টপ মডেল 8GB RAM ও 256GB স্টোরেজ সহ 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 7 অক্টোবর থেকে এই ফোনটি Mint, Graphite এবং Purple কালারে সেল করা হবে।
Samsung Galaxy S23 FE এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Samsung Galaxy S23 FE ফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। ডায়নামিক এমোলেড 2এক্স প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 2200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: Samsung Galaxy S23 FE ফোনটিতে 8GB RAM দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 128জিবি এবং 256জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy S23 FE ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।