দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরিয়েলমি (Realme) সংস্থার তরফেই আনুষ্ঠানিক ভাবে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। যাঁদের ছবি তোলার নেশা রয়েছে, তাঁদের জন্য এই ফোন আদর্শ হতে চলেছে। কারণ এই ফোনে থাকতে চলেছে বিপুল পরিমাণ স্টোরেজ। বলা হচ্ছে, রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনে নাকি প্রায় ২,৫০,০০০ ছবি সেভ করা যেতে পারে।আশা করা হচ্ছে আগামী মাসে এই নতুন Narzo সিরিজটি লঞ্চ করা যেতে পারে।
Realme Narzo 60 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme Narzo 60 ফোনে একটি 6.43-ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি 90Hz রিফ্রেশরেট এবং শক্তিশালী ডিসপ্লে সাপোর্ট করবে।
প্রসেসর: নতুন Narzo ফোনে MediaTek Dimensity 1080 প্রসেসর থাকতে পারে। উন্নত গ্রাফিক্সের জন্য এই ফোনে GPU ব্যবহার করা হবে।
স্টোরেজ: এই ফোনে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ থাকতে পারে।
ক্যামেরা: এই Realme মোবাইল ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করবে। এটিতে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পার।
ব্যাটারি: এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সিকিউরিটি: এই ডিভাইসটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার থাকবে।
অন্যান্য ফিচার: Realme Narzo 60 ফোনে 3.5mm জ্যাক এবং USB Type-C পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল সিমের মতো ফিচার গুলিও থাকবে।
OS: এই ফোনটি Android 13 বেসড Realme UI 4.0-এ রান করবে।