Technology

1 year ago

Amazon Prime Shopping Edition:৩৯৯টাকায় এক বছরের জন্য প্রাইম মেম্বারশিপ, দুর্দান্ত অফার

Amazon Prime
Amazon Prime

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্য়ামাজনে শুরু হয়েছে গ্রেট ইন্ডিয়ান সেল (Amazon Great Indian Sale)। অক্টোবর থেকে শুরু হওয়া ওই সেলে দুর্দান্ত অফারে মিলছে বেশ কিছু আকর্ষণীয় সামগ্রী। এর সঙ্গে এই অফারে মাত্র ৩৯৯ টাকায় অ্য়ামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে। যার নাম দেওয়া হয়েছে অ্য়ামাজন প্রাইম শপিং এডিশন।

এই প্ল্যানের মাধ্যমে বেশ কিছু বিশেষ অফার পাবেন ক্রেতারা। প্রায় ৪০ লাখ প্রডাক্ট এক দিনের মধ্যে ডেলিভারি পাবেন এই প্ল্যানের গ্রাহকরা। এছাড়াও বেশ কিছু শপিং ইভেন্টের ক্ষেত্রে আর্লি বার্ড অ্য়াকসেসের সুবিধা রয়েছে। এর পাশাপাশি যাঁরা Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাঁরা বিভিন্ন প্রডাক্ট কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাকও পাবেন।

এই এডিশনটি ছাড়াও অ্য়ামাজন প্রাইমের আরও ৪টি প্ল্যান রয়েছে। সেক্ষেত্রে মাসিক প্ল্যানটির জন্য খরচ করতে হবে ২৯৯টাকা, ত্রৈমাসিক প্ল্যানের জন্য খরচ ৫৯৯ টাকা এবং বাৎসরিক প্ল্যানের ক্ষেত্রে খরচ ১৪৯৯টাকা। এছাড়াও একটি লাইট ভার্সন প্ল্যানও রয়েছে। সেক্ষেত্রে গ্রাহকদের প্রতিবছর খরচ হয় ৯৯৯ টাকা।

অ্য়ামাজন প্রাইম শপিং এডিশন থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটি সুবিধা। শপিংয়ের জন্য একাধিক সুবিধা থাকলেও প্রাইম ভিডিও, প্রাইম মিউজিকের সুবিধা পাওয়া যাবে না এই প্ল্যানের মাধ্যমে।


You might also like!