দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওপ্পো চুপিসারে Oppo A2x নামে এক নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি গত মার্চ মাসে আত্মপ্রকাশ করা Oppo A1x-এর উত্তরসূরি হিসাবে চীনে এসেছে। এটি একটি এন্ট্রি-লেভেল 5G ফোন, যা ৯০ হার্টজ ডিসপ্লে, MediaTek Dimensity 6020 প্রসেসর, বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করে৷ চলুন Oppo A2x-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Oppo A2x-এর দাম ও লভ্যতা
আগামী ১৪ অক্টোবর থেকে চীনে Oppo A2x-এর সেল শুরু হবে। তবে এটি ভারতে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে এখনও কিছু নিশ্চিতভাবে জানায়নি কোম্পানি। Oppo A2x দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে – ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই মডেল দুটির দাম যথাক্রমে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৭০০ টাকা) এবং ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,১৩০ টাকা)। ক্রেতারা Oppo A2 ব্ল্যাক, গোল্ড এবং পার্পল – এই কালার অপশনে বেছে নিতে পারবেন।
ফিচার
OPPO A2x ফোনটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।
সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।
এই ফোনের নিচের প্যানেলে লাউড স্পিকার রয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 300% সুপার ভলিউম আউটপুট দিতে সক্ষম।
এই ফোনের স্ক্রিনে 4096 লেভেল স্মার্ট ডিমিং অর্থাৎ 24/7 AI ইনটেলিজেন্ট আই প্রোটেকশন রয়েছে, যার ফলে দীর্ঘ সময় ধরে ফোন ব্যাবহার করলেও চোখের ক্ষতি হবে না।
OPPO A2x ফোনে Dual-mode 5G, Dual SIM, Wi-Fi + Bluetooth ফিচার রয়েছে।
OPPO A2x এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO A2x ফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 720 নিটস।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনটি 6GB RAM ও 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। RAM expansion technology ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: OPPO A2x ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ এবং এআই টেকনোলজিযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।