Technology

1 year ago

12GB RAM ক্যামেরা সহ লঞ্চ হল OPPO A2 Pro, জেনে নিন দাম

OPPO A2 Pro
OPPO A2 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রখ্যাত ব্র্যান্ড ওপ্পো  Oppo A2 Pro নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি মিড-রেঞ্জ সেগমেন্টে এসেছে এবং নানা দুর্দান্ত ফিচার অফার করে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ কার্ভড OLED ডিসপ্লে প্যানেল, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ফোনটির অন্যতম আকর্ষণ। দেখতে যথেষ্ট স্টাইলিশ লুক এটি। মিলবে হাইব্রিড মেটেরিয়াল ও লেদার ফিনিশিং ব্যাক প্যানেল অপশনে। চলুন নতুন Oppo A2 Pro এর দাম এবং ফিচার্স সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

OPPO A2 Pro ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 12GB + 256GB মেমরি এবং টপ মডেলে 12GB + 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। চীনে OPPO A2 Pro 5G ফোনটি Desert Brown, dusk cloud purple এবং Vast Black কালার অপশনে সেল করা হবে।

OPPO A2 Pro এর স্পেসিফিকেশন

স্ক্রিন: OPPO A2 Pro 5G ফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.70 ইঞ্চির 3ডি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এর সঙ্গে এতে 950 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে RAM expansion technology দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এর সঙ্গে 12GB virtual RAM যোগ করা যায় যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: এই ফোনে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্স্র এবং এফ/2.4 অ্যাপার্চারের খমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: OPPO A2 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ ক্রার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6 এবং Bluetooth 5.3 এর মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

You might also like!