Technology

2 years ago

Noise এর নতুন Luna Smart Ring, দেখে নিন ডিটেইলস

Noise Luna Smart Ring
Noise Luna Smart Ring

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন অধিকাংশ মানুষ স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্টওয়াচ জাতীয় আধুনিক ডিভাইসগুলি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে যদি এবার থেকে আঙুলের আংটিই এমনই আধুনিকভাবে আপনার দৈনন্দিন জীবনে সহায়তা করে, তাহলে কেমন হবে? অবাক হওয়ার কিছু নেই, কারণ আজ ভারতের জনপ্রিয় আনুষাঙ্গিক নির্মাতা Noise আজ দেশীয় বাজারের প্রথম স্মার্ট রিং (Smart Ring) লঞ্চ করেছে। এই নতুন স্মার্ট গ্যাজেটটি আঙুলে আংটির মতো পরা যাবে এবং এর থেকে প্রতি মুহূর্তে শরীর-স্বাস্থ্য সম্পর্কে আপডেট পাওয়া যাবে। উল্লেখ্য, এর আগে আরেক ভারতীয় কোম্পানি BoAt সর্বপ্রথম দেশে এরকম চমৎকার ডিভাইস লঞ্চ করবে বলে শোনা গিয়েছিল, তবে দেখা যাচ্ছে যে আদতে তাকে হার মানিয়েছে Noise।

Noise Luna Smart Ring-এর দাম, 

কোম্পানির Luna Smart Ring আজ থেকে প্রি-বুক করা যাবে। বুকিং খরচ মাত্র 2,000 টাকা। এর পাশাপাশি অফারও দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি 2,000 টাকা দিয়ে ডিভাইসটি বুক করেন, তাহলে ডিভাইসটি কেনার সময় আপনাকে অতিরিক্ত 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর সাথে Noise Smart Eyewear এ 50 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও এই ডিভাইসে 2,000 টাকার ড্যামেজ এবং থেফ্ট বীমাও ফ্রিতে দেওয়া হচ্ছে।

Luna Smart Ring এর স্পেসিফিকেশন

Luna Smart Ring 3টি প্রধান বিষয়ের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এর মধ্যে স্লিপ,রেডিনেস এবং এক্টিভিটি অন্তর্ভুক্ত রয়েছে। আপনার ঘুমের ধরন বুঝতে সাহায্য করার জন্য স্লিপ স্কোর স্লিপ ট্র্যাক করে। রেডিনেস স্কোর শরীরের বিশেষ সংকেতগুলি বিবেচনা করে আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করে। অ্যাক্টিভিটি স্কোর 3 axis মোশন সেন্সরের মাধ্যমে একাধিক অ্যাক্টিভিটি ট্র্যাক করে।স্মার্ট রিংয়ের তাপমাত্রা সেন্সর প্রতি 5 মিনিট অন্তর একবার করে ডায়েট, ব্যায়াম, শারীরিক অবস্থা এবং হরমোন দ্বারা প্রভাবিত শরীরের তাপমাত্রা পরীক্ষা করে। এটি ক্রমাগত হার্ট রেট এবং SpO2 ট্র্যাক করে। শুধু তাই নয় Luna Ring অটোমেটিক ফার্মওয়্যার আপডেট সাপোর্ট করে। যেটি iOS 14/Android 6 এর উপরে OS এ চালানো যাবে। এতে ব্লুটুথ লো-এনার্জি (BLE 5) টেকনোলজি দেওয়া হয়েছে। এটি 50 মিটার বা 164 ফুট পর্যন্ত ওয়াটার রেসিস্টেন্ট। এছাড়া এটি একবার 60 মিনিট চার্জ করলে 7 দিন পর্যন্ত ব্যাকআপ দেয়।


You might also like!