দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপকামিং স্টাইলিশ Vivo Y200 এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানি এই ফোনটি সম্পর্কে নতুন টিজার শেয়ার করেছে। এই নতুন টিজারে ফোনটির লঞ্চ ডেট 23 অক্টোবর বলে জানানো হয়েছে।
Vivo Y200 5G ফোনটি ভারতে ডেজার্ট গোল্ড এবং জাঙ্গল গ্রীন কালারে পেশ করা হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে বড় রেকট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল থাকতে পারে। এতে দুটি সার্কুলার ক্যামেরা কাটআউটের মধ্যে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর সঙ্গে অরা লাইট এবং LED ফ্ল্যাশ লাইট থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন ডানদিকের প্যানেলে দেওয়া হবে। সবদিক থেকে এই ফোনে বেশ নতুন লউক দেখা যাবে।
Vivo Y200 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y200 ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে পারে।
প্রসেসর: এই আপকামিং ফোনে শক্তিশালী পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 চিপসেট দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই ফোনে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে 8GB virtual RAM ফিচারও দেওয়া হতে পারে। অর্থাৎ ইউজাররা মোট 16GB পর্যন্ত RAM উপভোগ করতে পারবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y200 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে ওআইএস সাপোর্টেড 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স থাকতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ব্যাটারি: এই ফোনে 4,800 এমএএইচ ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস 13 এ কাজ করতে পারে।