দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবর্তমানে অতি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্য়াপগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্য়াপ। ব্যবহারকারীদের সুবিধার জন্য নিয়মিত বিভিন্ন আপডেট দেয় তারা। এবার আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ করেছে মেটার এই প্ল্যাটফর্মটি। এবার একটি হোয়াটসঅ্য়াপ থেকেই দুটি অ্য়াকাউন্ট ব্যবহার করতে পারবেন। ফলে দুটি হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট ব্যবহার করার জন্য দুটি আলাদা ফোন ব্যবহার করতে হবে না।
সম্প্রতি মেটার CEO মার্ক জুকারবার্গ নতুন এই ফিচারের বিষয়ে ঘোষণা করেছেন। বেশ কিছু ফোনে এই ফিচার ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। ধীরে ধীরে বাকি সমস্ত হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীই এই ফিচার ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
জেনে নিন কীভাবে একটি ফোন থেকে দুটি হোয়াটসঅ্য়াপ নম্বর ব্যবহার করবেন?
প্রথমে হোয়াটসঅ্য়াপের সেটিংস অপশনে ট্যাপ করুন। এরপর নামের পাশে একটি অ্য়ারো চিহ্ন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করুন।
এরপর অ্য়াড অ্য়াকাউন্ট (Add Account) অপশনটি বেছে নিন। ওই অপশন থেকেই দ্বিতীয় অ্য়াকাউন্টের সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পুরো সেটআপ প্রক্রিয়া সম্পন্ন হলে একটি ফোন থেকে দুটি নম্বরের হোয়াটসঅ্য়াপ ব্যবহার করতে পারবেন।