দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদেশের মার্কেটে ফের একটি নতুন ফোন নিয়ে আসতে চলেছে, যার নাম Moto G14। ফোনটি ফ্লিপকার্ট থেকে বিক্রয় করা হবে। 1 অগস্ট ফোনটি ভারতে হাজির হবে। ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজ থেকে Moto G14 ফোনের ফিচার্স, স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর ভারতে লঞ্চ করেছিল Moto G13। সেই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ছিল 9,999 টাকা। এখন তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ Moto G14 ভারতে কত দামে লঞ্চ করা হয়, সেটাই দেখার।
একটা বিষয়ে পরিষ্কার হওয়া গিয়েছে যে, Moto G14 ফোনটিও বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে। ফ্লিপকার্ট লিস্টিং থেকে জানা গিয়েছে, এই ফোনটি 1 অগস্ট ভারতে লঞ্চ করা হবে। সেই দিনই দুপুর 12টা থেকে ফোনের প্রি-অর্ডার অর্থাৎ বুকিং শুরু হয়ে যাবে। নীল এবং ধূসর এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। গ্লসি ব্যাক প্যানেল থাকছে, একটি LED ফ্ল্যাশ সহযোগে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে।
Moto G14 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Moto G14 ফোনটি 6.5 ইঞ্চি LCD FHD Plus ডিসপ্লে সহ লঞ্চ হবে।
প্রসেসর: এই ফোনে Unisoc T616 প্রসেসর ইনস্টল করা হবে।
স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ থাকবে। স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রো এসডি কার্ড স্লটও পাওয়া যাবে, যার সাহায্যে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা: এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 ম্যাগপিক্সেল অন্য লেন্স থাকবে। এই ক্যামেরায় ম্যাক্রোভিশন, নাইট ভিশনের মতো ফিচার পাওয়া যাবে।
ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি থাকবে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অডিও: এই ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dolby Atmos টেকনোলজির সাপোর্ট থাকবে।
OS: এই মোবাইলটি লেটেস্ট Android 13-এ রান করে যা পরবর্তী সময়ে Android 14 এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে।
সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনটি IP52 রেটিং সাপোর্ট সহ লঞ্চ হবে, যা ফোনটিকে জল ও ধুলাবালির থেকে সুরক্ষিত রাখবে৷