Technology

1 year ago

Mobile tips and tricks: মোবাইলের স্টোরেজ ফুল? ৩টি সহজ উপায়ে সমস্যার সমাধান

Mobile storage full
Mobile storage full

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোনের মাধ্যমেই এখন সিংহভাগ কাজ সম্পন্ন হয়। অনলাইনের যাবতীয় কাজের পাশাপাশি ছবি তোলা, সিনেমা দেখা সেসব তো রয়েছেই। কিন্তু সমস্যা তৈরি হয় যখন ফোনের স্টোরেজ ফুরিয়ে আসে। ফোনের স্টোরেজ ফুরিয়ে এলে কাজ করতে সমস্যা হয়। কিনতে হয় নতুন ফোন।

কিন্তু আপনি কি জানেন কয়েকটি সাধারণ বিষয় মাথায় রাখলেই সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন? দরকার নেই নতুন ফোন কেনার বা পুরনো ডেটা ডিলিট করার। কয়েকটি বিষয় মাথায় রাখলেই সমাধান মিলবে। ডেটা স্টোরেজের সমস্যা সমাধান করতে হলে সর্বপ্রথম ব্যবহার করেন কোনও ক্লাউড স্টোরেজ। দ্বিতীয়ত নিয়মিত ক্যাশে ডিলিট করুন। এবং সর্বশেষ অপ্রয়োজনীয় অ্য়াপ ফোন থেকে ডিলিট করতে হবে। এই তিনটি বিষয় মাথায় রাখলেই মিলবে সমাধান।

ক্লাউড স্টোরেজ ব্যবহার-

গান, সিনেমা বা ছবি অথবা কোনও কোনও ভিডিও স্টোর করার জন্য কোনওভাবেই ফোনের ইন্টারন্যাল স্টোরেজ ব্যবহার করবেন না। যেকোনও ক্লাউড স্টোরেজ ব্যবহার করলে ইন্টারন্যাল স্টোরেজ ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে না।

ক্যাশে ডিলিট-

নিয়মিতভাবে ফোনের ক্যাশ মেমরি ডিলিট করুন। কারণ বহু অ্য়াপের ক্যাশ মেমরিতেই অনেকটা স্টোরেজ দখল হয়ে থাকে।

অপ্রয়োজনীয় অ্য়াপ ডিলিট-

যে সমস্ত অ্য়াপ সাধারণত নিয়মিত ব্যবহার করেন না সেগুলি আনইনস্টল করুন। মাঝেমধ্যে কাজের প্রয়োজন হলে সেগুলি ডাউনলোড করে নিতে পারেন। বেশ কিছু অ্য়াপ থাকে যেগুলি আনইনস্টল করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ফোনের সেটিংসে গিয়ে ফোর্স স্টপ করতে পারেন।

You might also like!