দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেডমি ১২সি ফোন নতুন ভ্যারিয়েন্টে (New Variant) লঞ্চ হয়েছে ভারতে।আজ এই হ্যান্ডসেটের আরেকটি নতুন স্টোরেজ অপশন লঞ্চ করল Xiaomi। যার দরুন এখন Redmi 12C স্মার্টফোনকে এদেশে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের সাথেও পাওয়া যাবে। অতএব ক্রেতারা উক্ত ফোনকে মোট তিনটি ভিন্ন স্টোরেজ বিকল্পের মধ্যে থেকে বেছে নিতে পারবেন। চলুন Redmi 12C -এর নয়া স্টোরেজ অপশনের দাম ও লভ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক…
Redmi 12C-এর দাম:
এই Redmi ব্র্যান্ডের স্মার্টফোনটির 4 GB RAM ও 128 GB ভ্যারিয়েন্টটি আপনি 9,999 টাকায় কিনতে পারবেন। এই ভ্যারিয়েন্টের সেল 22 জুন থেকে শুরু হয়েছে। অর্থাৎ আপনি আজই এই নতুন ভ্যারিয়েন্ট কিনে নিতে পারবেন। Redmi 12C-এর অন্যান্য ভ্যারিয়েন্টের দামের কথা বললে, 4 GB RAMএ 64 GB ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা। আর 6 GB RAM ও 128 GB ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা।
Redmi 12C ফোনের স্পেসিফিকেশন
স্ক্রিন: Redmi 12C ফোনটি 20.6:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত, যা 1650 × 720 পিক্সেল রেজলিউশন সহ 6.71-ইঞ্চি HD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এতে 500নিটস ব্রাইটনেস, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং রিডিং মোডের মতো ফিচারগুলি রয়েছে।
প্রসেসর: এই মোবাইলে Android 12 বেসড MIUI 13 দেওয়া হয়েছে, যার সাথে 2.0GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 octa-core প্রসেসর রয়েছে।
ক্যামেরা: এই ফোনটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে, যেখানে F/1.8 অ্যাপারচার যুক্ত এবং সেকেন্ডারি AI লেন্স সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 12C স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য ফিচার: এটি একটি ডুয়েল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। এই ফোনে IP52 রেটিং রয়েছে যা ফোনটিকে স্প্ল্যাশপ্রুফ করে তোলে। এছাড়াও এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 mm জ্যাকের মতো ফিচারগুলিও রয়েছে।