Technology

1 year ago

LAVA Blaze Pro 5G, কম দামে পাওয়া যাবে দারুণ ফিচার এবং স্পেসিফিকেশন

LAVA Blaze Pro 5G
LAVA Blaze Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতীয় কোম্পানি LAVA একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। বিগত বেশ কয়েকদিন ধরে এই ফোনটি আলোচনার তুঙ্গে। এবার এটি ভারতের বাজারে পা রাখল। ফোনের নাম Lava Blaze Pro 5G। এটি M6 Pro 5G, Realme 11x 5G এবং Realme Narzo 60x 5G-এর মতো ফোনগুলিকে টেক্কা দিতে পারবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে একটি বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং একটি ভাল ক্যামেরা রয়েছে। সবচেয়ে অবাক ব্যপার হল এত স্পেসিফিকেশন থাকা সত্ত্বেও ফোনটির দাম 13 হাজার টাকার কম। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

LAVA Blaze Pro 5G এর দাম এবং সেল

ভারতে LAVA Blaze Pro 5G ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনটি 12,499 টাকা দামে পেশ করা হয়েছে। LAVA Blaze Pro 5G ফোনটি আগামী 3 অক্টোবর থেকে অনলাইন এবং অফলাইন মার্কেটে Starry Night এবং Radiant Pearl কালারে সেল করা হবে।

LAVA Blaze Pro 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: LAVA Blaze Pro 5G তে 1080 x 2460 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2.5ডি স্ক্রিন রয়েছে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: LAVA Blaze Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসর 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM যোগ করা হয়েছে, যা virtual RAM টেকনোলজির সাহায্যে 16GB পর্যন্ত বাড়ানো যায়। এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য LAVA Blaze Pro 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।

অন্যান্য: LAVA Blaze Pro 5G ফোনে 8 5G Bands সাপোর্ট রয়েছে। এতে ডুয়েল ন্যানো সিম, 3.5 এমএম অডিও জ্যাক, এফএম রেডিও, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং OTG ফিচার যোগ করা হয়েছে।

You might also like!