দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Infinix ভারতে একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করল, যার নাম Infinix Hot 30 5G। বাজেট সেগমেন্টেই ফোনটি লঞ্চ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 5G সাপোর্ট, গ্লাস অ্যান্ড লেদার ফিনিশ, 120Hz ডিসপ্লে এবং অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি। কত দাম এই ফোনের, বিশেষ ফিচারই বা কী রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Infinix Hot 30 5G ফোনের দাম
এই ফোনটি কোম্পানি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। যার মধ্যে 4GB RAM + 128GB ভেরিয়েন্টটি 12,499 টাকা দামে লঞ্চ হয়েছে। অন্যদিকে 8GB RAM + 128GB মডেলটি 13,499 টাকা দামে লঞ্চ হয়েছে। 18 জুলাই থেকে Flipkart এ এই ফোনটির সেল শুরু হবে
Infinix Hot 30 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে একটি 6.78-ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ডাইনামিক 120hz রিফ্রেশরেট, 580নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল ডিজাইন দেওয়া হয়েছে।
প্রসেসর: এই ফোনে আরও ভাল পারফরম্যান্স এবং 5G এর জন্য Dimensity 6020 প্রসেসর ইনস্টল করা হয়েছে।
স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। RAM প্রসারিত করার জন্য এই ফোনে ভার্চুয়াল RAM সাপোর্টও দেওয়া হয়েছে। যার সাহায্যে RAM কে 16GB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা: এই স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং AI লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা লেন্স রয়েছে।
ব্যাটারি: এই স্মার্টফোনটি দীর্ঘস্থায়ী 6000mAh ব্যাটারি সাপোর্ট করে। এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
OS: এই ডিভাইসটি Android 13 এ রান করে।
অন্যান্য: Infinix Hot 30 5G ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচার যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়াল সিম সাপোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 14 5G ব্যান্ড সাপোর্ট করে।