দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওপ্পো (Oppo) সম্প্রতি তাদের সংযুক্ত আরব আমিরাতের (UAE) ওয়েবসাইটে Oppo A38 স্মার্টফোনটিকে তালিকাভুক্ত করেছে। আর এখন এই ডিভাইসটি মালয়েশিয়ার বাজারেও হাজির হয়েছে। এটি একটিমাত্র স্টোরেজ কনফিগারেশনে এসেছে, যা বেশ সাশ্রয়ী। নবাগত Oppo A38-এ আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে মালয়েশিয়ার বাজারে Oppo A38-এর মূল্য ও এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Oppo A38 এর দাম
কোম্পানির পক্ষ থেকে আপাতত Oppo A38 ফোনের দাম সম্পর্কে সাইটে কিছু জানানো হয়নি। ফোনটি গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গোল্ড কালারে সেল করা হবে। জানিয়ে রাখি এই মাসের মাঝামাঝি এই ফোনটি ভারত সহ বিশ্বের অন্যান্য মার্কেটেও পেশ করা হতে পারে।
Oppo A38 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Oppo A38 ফোনটিতে 6.56 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট, 720 নিটস্ পীক ব্রাইটনেস, 100 শতাংশ DCI P3 এবং 100% এসআরজিবি কালার গামুট সাপোর্ট করে। এই ফোনে ওয়াটারড্রপ নচ এবং 89% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে।
প্রসেসর: দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: ফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। RAM বাড়ানোর জন্য এই ফোনে 4GB extended RAM ফিচার রয়েছে এবং মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A38 ফোনে 5000mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অটো ফোকাস সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে দুই মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
অন্যান্য: এই ফোনে 4G, ওয়াইফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 163.74 x 75.3 x 8.16mm এবং ওজন 190 গ্রাম।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13.1 কাস্টম স্কিনে কাজ করে।