Technology

2 years ago

Itel S23:ভারতে এই মাসে লঞ্চ হবেItel S23 স্মার্টফোন, জেনে নিন দাম ,স্পেসিফিকেশন

Itel S23 smartphone
Itel S23 smartphone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছু দিন পর ভারতে লঞ্চ করেছে Itel S23। এই স্মার্টফোন ভারতের একটি এন্ট্রি-লেভেলের 4G ফোন, যা খুবই সস্তায় লঞ্চ করা হয়েছে।এখন কোনও ইউজার যদি ফিচার ফোন থেকে নিজেকে স্মার্টফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে তাঁর জন্য সেরা অপশন হতে পারে Itel S23 Pro। এই ফোনের দাম-সহ, অফার্স, ফিচার্স এবং স্পেসিফিকেশনস সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

itel S23 ফোনের দাম 

Itel S23 স্মার্টফোনটি এই মাসে 9 জুন থেকে 12 জুনের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। itel S23 এর দামও 8,000 থেকে 9,000 টাকার মধ্যে রাখা হবে। এই ফোনটি Amazon এক্সক্লুসিভ হবে এবং এই শপিং সাইটে সেলের জন্য উপলব্ধ করা হবে।

itel S23ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: itel S23 স্মার্টফোনটি HD+ পিক্সেল রেজলিউশন এবং 6.6-ইঞ্চি বড় স্ক্রিন সহ লঞ্চ করবে যা

90Hz রিফ্রেশ রেটে কাজ করবে।

ক্যামেরা: Itel S23 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট থাকবে। এর ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ফোনের ক্যামেরাটি 10X জুম, HDR এবং সুপার নাইট মোডের মতো ফিচার সাপোর্ট করবে। 

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Itel S23 স্মার্টফোনে একটি 5,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।এই ফোনটি USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।

সিকিউরিটি: Itel S23 ফোনে সিকিউরিটি এবং ফোন আনলক সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই মোবাইল ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করবে।

OS এবং কানেক্টিভিটি: Itel S23 ফোনটি একটি 4G স্মার্টফোন হবে যা ব্র্যান্ডের নিজস্ব itel OS 8.6-এর সাথে Android OS-এ কাজ করবে।

You might also like!