Technology

2 years ago

iQOO Neo 7 Pro ফোনের দাম, জেনে নিন স্পেসিফিকেশন

iQOO Neo 7 Pro
iQOO Neo 7 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কোম্পানির একটি নতুন ৫জি (5G) ফোন। জানা গিয়েছে, ৪ জুলাই ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G) ফোন। এই ফোনের ক্ষেত্রে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন লক্ষ্য করা যাবে বলে জানা গিয়েছে। এবার ফোনের দাম সম্পর্কিত লিকও সামনে এসেছে। এই পোস্টে আপনাদের লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

iQOO Neo 7 Pro ফোনের দাম

এই ফোনের দাম দেশে হতে পারে ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে। ভারতে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। আগামী 20 জুন ফোনটি মার্কেটে আসবে। অনুমান করা হচ্ছে যে এই ডিভাইসটি শুধুমাত্র Black কালার অপশনেই সেলের জন্য পাওয়া যাবে।

iQOO Neo 7 Pro ফোনের স্পেসিফিকেশন 

ডিসপ্লে:  রিপোর্ট অনুযায়ী iQOO Neo 7 Pro ফোনে একটি 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি 144Hz রিফ্রেশরেট, 1,300 নিটস পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস, 1260 x 2800 পিক্সেল রেজলিউশন এবং 20:9 অ্যাস্পেক্ট রেশিও সহ লঞ্চ হতে পারে।

প্রসেসর: এই নতুন মোবাইল ফোনটিতে Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকবে।

স্টোরেজ: এই ডিভাইসটিতে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকতে পারে।

ব্যাটারি: এই ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা: Neo 7 Pro ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।এই ফোনে OIS সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 2MP ডেপথ ক্যামেরা দেখা যেতে পারে। সেলফির জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

OS: এই আসন্ন ফোনটি Android 13 এ রান করবে।

অন্যান্য ফিচার: এই ফোনে সিকিউরিটির জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 5G, ব্লুটুথ, WiFi, ইত্যাদি ফিচারগুলি থাকবে।

You might also like!