দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে লঞ্চ হতে চলেছে Infinix Note 30 5G আগামী ১৪ জুন , ইনফিনিক্স সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। সম্প্রতি ইনফিনিক্স সংস্থা জানিয়েছে এই ফোনে বাইপাস চার্জিং সলিউশনও থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর পাশাপাশি ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।
Infinix Note 30 5G-এর দাম
ভারতে আসন্ন ইনফিনিক্স নোট ৩০ ৫জি-এর প্রারম্ভিক মূল্য ১৫,০০০ টাকারও কম হবে। তবে হ্যান্ডসেটের স্টোরেজ কনফিগারেশন এবং এগুলির দামের বিশদ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। যদিও জানা গেছে, ফোনটি ইন্টারস্টেলার ব্লু, ম্যাজিক ব্ল্যাক এবং সানসেট গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। আর সানসেট গোল্ড ভ্যারিয়েন্টের রিয়ার প্যানেলে লিচুর খোসার মতো লেদার ফিনিশ দেখা যাবে।
Infinix Note 30 5G ফোনের স্পেসিফিকেশন
স্ক্রিন: এই ফোনটিতে একটি 6.78 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে যা LCD প্যানেলে নির্মিত এবং 120Hz রিফ্রেশরেট ও 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে।
প্রসেসর: Infinix Note 30 5G ফোনে MediaTek Dimensity 6080 Octacore প্রসেসর থাকবে।
রেয়ার ক্যামেরা: এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে F/1.75 অ্যাপারচার যুক্ত 108MP Samsung ISOCELL HM6 সেন্সরের সাথে 2MP লেন্স এবং AI সেন্সর রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: Infinix Note 30 5G ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
কানেক্টিভিটি: Infinix Note 30 5G ফোনে NFC, 3.5mm জ্যাক এবং FM রেডিওর মতো ফিচার রয়েছে।