Technology

2 years ago

India first Apple store in Mumbai:মুম্বাইতে ভারতের প্রথম অ্যাপল স্টোর খোলা হল ‘Apple BKC’

India's first Apple store 'Apple BKC' opens in Mumbai
India's first Apple store 'Apple BKC' opens in Mumbai

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গ্রাহকদের জন্য মুম্বইয়ে দেশের প্রথম স্টোর খুলে দিতে চলেছে অ্যাপল (Apple)। দীর্ঘ অপেক্ষার পর বুধবার এই টেক জায়ান্ট সংস্থা মুম্বইয়ে নিজেদের স্টোরের পর্দা উন্মোচন করেছে। প্রসঙ্গত মুম্বইয়ের বিকেসি (Bandra Kurla Complex) এলাকার এই স্টোর ভারতের প্রথম স্টোর অ্যাপলের।

সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত অ্যাপল স্টোরটি শীঘ্রই গ্রাহকদের জন্য খুলে দেওয়া হবে। অ্যাপল জানিয়েছে মুম্বইয়ের কালো হলুদ ট্যাক্সির (‘Kaali Peeli’ taxi ) থিম দ্বারা অনুপ্রাণিত হয়ে, অ্যাপল বিকেসি (Apple BKC) পণ্য এবং পরিষেবাতে এই ডিজাইনের ছোঁয়া রাখবে।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপড-সহ বিভিন্ন পণ্য। পাশাপাশি বিভিন্ন পরিষেবাও মিলবে। প্রসঙ্গত ভারত সরকারের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার পর অবশেষে জট কাটে অ্যাপল স্টোর খোলার বিষয়ে। উল্লেখ্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার  ভারতে । আইফোন সহ প্রায় সমস্ত অ্যাপল প্রোডাক্টের চাহিদা রয়েছে দেশে। সাম্প্রতিক বছরগুলিতে অ্যাপল প্রোডাক্ট বিক্রিও বেড়েছে ভারতে।

You might also like!