দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মার্কিন টেক জায়ান্টটি দু’টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে পারে – Pixel 8 5G এবং উচ্চতর Pixel 8 Pro। যদিও, কোম্পানির তরফে Google Pixel 8 সিরিজ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। এমনকি গত বছরের মতো, কোম্পানি মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৩ (Google I/O 2023) ইভেন্টে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রিভিউও রিলিজ করেনি৷ অবশ্য ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ নানা তথ্য সামনে এসেছে। এবার তেমনই Google Pixel 8 Pro-এর আরও স্পেসিফিকেশন ফাঁস হল। পাশাপাশি ফোনটির লঞ্চ টাইমলাইন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের মাধ্যমে Google Pixel 8 Pro এর ত্তথ্য সামনে এসেছে। টিপস্টার অভিষেক যাদব এই আপকামিং ফোনের প্রায় সব স্পেসিফিকেশনই শেয়ার করেছেন। এতে বিগত Google Pixel 7 থেকে যথেষ্ট অ্যাডভান্স ফিচার এবং স্পেসিফিকেশন পাওয়া যাবে।। লঞ্চের আগেই এই সিরিজ সম্পর্কে নতুন লিক সোশ্যাল মিডিয়া সাইটে প্রকাশিত হয়েছে এবং এর ফলে সিরিজের প্রো মডেলের স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য জানা গেছে।
Google Pixel 8 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই আপকামিং ফোনে 6.7 ইঞ্চির স্যামসাং OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে 2992 × 1344 পিক্সেল রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট, 1600 নিটস্ ব্রাইটনেস এবং 490 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে।
প্রসেসর: অসাধারণ পারফরমেন্সের জন্য এই ফোনে গুগল Tensor G3 চিপসেট যোগ করতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP GN2 প্রাইমারি সেন্সর, 64MP IMX787 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 48 মেগাপিক্সেলের 5x জুম লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 10.8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,950 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি 27W ফাস্ট চার্জিং, 23W ওয়্যারলেস চার্জিং এবং 12W Qi চার্জিং সাপোর্ট করবে।
OS: এই সিরিজের ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হতে পারে।
অন্যান্য: এই ফোনে ওয়াইফাই 7, টেম্পারেচার সেন্সর, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচারের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।