দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানুয়ারি মাসেই ভারতের বাজারে তাদের অতি জনপ্রিয় এসইউভি (SUV) Creta-র নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে হুন্ডাই (Hyundai)। ১৬ জানুয়ারি লঞ্চের দিনক্ষণ হিসাবে ধার্য করা হয়েছে। বলতে গেলে এই বছরের অন্যতম বড় লঞ্চ ইভেন্ট হতে চলেছে এটি। কিন্তু তার আগেই মাঝারি আকারের এসইউভিটির অফিসিয়াল ডিজাইন স্কেচ প্রকাশ করেছে সংস্থা। যা দেখে ক্রেতামহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।। তবে গাড়িটি আগের থেকে আরও একটু রাগড্ হতে চলেছে, যা অফ-রোড অ্যাডভেঞ্চার, বেড়ানো-সহ আরও অনেক কিছুর জন্যই Creta 2024কে সেরার সেরা অপশন করে তুলেছে।
নতুন Hyundai Creta গাড়িটির সামনের দিকটা আরও বোল্ড করা হচ্ছে। দেওয়া হচ্ছে নতুন প্যারামেট্রিক ব্ল্যাক ক্রোম গ্রিল এবং আপরাইট হুড ডিজ়াইন। কোয়াড বিমে এলইডি হেডল্যাম্প এবং LED হরাইজ়ন পজ়িশনিং ল্যাম্প দেওয়া হয়েছে, যা এই SUV-র ডিজ়াইন আরও অনন্য করে তুলেছে। সেই একই বোল্ড ফ্রন্ট ডিজ়াইনটি আবার গাড়িটির বিভিন্ন প্রান্তেও থাকছে। তাছাড়াও এই এসইউভির অ্যালয় হুইলেও একটি নতুন ডিজ়াইন দেওয়া হয়েছে।
নতুন ক্রেটার রিয়ার প্যানেল কানেক্ট করছে LED টেইল ল্যাম্প, যা গাড়িটিকে স্পয়লার ডিজ়াইন দিচ্ছে। সঙ্গে আবার থাকছে একটি ইন্টিগ্রেটেড এলইডি স্টপ ল্যাম্প, নতুন করে ডিজ়াইন করা টেইলগেট এবং স্কিড প্লেট সহযোগে একটি বাম্পার। হুন্ডাইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, নতুন হরাইজ়ন কানেক্টিং এলইডি টেইল ল্যাম্পটি গাড়িটির দৃশ্যমানতা আরও বাড়িয়ে তুলেছে। রাতের বেলায় এই লাইটিং মানুষজনের নজর কাড়বে।
2024 Hyundai Creta গাড়িতে নতুন হরাইজ়ন্টাল ড্যাশবোর্ড দেওয়া হয়েছে,যা নিরবচ্ছিন্ন ভাবে ইন্টিগ্রেট করা হচ্ছে ইনফোটেইনমেন্ট এবং ডিজিটাল ক্লাস্টার স্ক্রিনের সঙ্গে। থাকছে আধুনিক গ্রাফিক্স সহযোগে লেদারেট ডোর আর্মেস্ট কভারিং, লেদারেট ডি-কাট স্টিয়ারিং হুইল, লেদারেট র্যাপড্ গিয়ার শিফ্টার, রিয়ার হেডরেস্ট কুশন, অ্যাম্বিয়েন্ট লাইটিং, রিয়ার সিট টু স্টেপ রিক্লাইন ফাংশন-সহ আরও অনেক কিছু।