দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে ফের প্রবেশ করতে চলেছে Honor। কোম্পানি Honor 90 সিরিজ নিয়ে আসছে দেশে। এটি একটি মিড প্রিমিয়াম স্মার্টফোন। ফোনটির দু’টি মডেল আসতে পারে। মডেল দু’টির নাম হবে Honor 90 এবং Honor 90 Pro। ফোন দু’টি মে মাসে চিনে লঞ্চ হয়েছিল। ফোনটিতে Snapdragon 7 Gen 1 SoC এবং 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও এর দামও খুব একটা বেশি রাখবে না কোম্পানি। চলুন জেনে নেওয়া যাক এই আসন্ন ফোনের ফিচার, স্পেসিফিকেশন আর দাম।
চিনে 12GB + 256GB মডেলের দাম ছিল প্রায় 29 হাজার টাকা। তবে ভারতে এর দাম হবে প্রায় 35,000 টাকা। এই ফোনটি OnePlus Nord 3 5G, iQOO Neo 7 Pro, Poco F5 5G, OnePlus 11R, Oppo Reno 10 Pro এবং Nothing Phone (2)-এর মত ফোনগুলিকে টেক্কা দিতে পারবে বলে টিপস্টারদের দাবি। তবে Honor 90-এর দাম সম্পর্কে অফিসিয়াল সাইটে কিছু বলা হয়নি।
Honor 90 এর স্পেসিফিকেশন
বর্তমানে মনে করা হচ্ছে এই ফোনটি ভারতেও একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে।
ডিসপ্লে: এই ডিভাইসটিতে 1.5K রেজলিউশন সহ 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট, 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: শক্তিশালী পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই স্মার্টফোনটি 16GB পর্যন্ত RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।
ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 200MP প্রাথমিক ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও একটি 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OS: Honor 90 ফোনটি Android 13 বেসড MagicUI 7.1-এ রান করে।
অন্যান্য: এই ডিভাইসটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6, USB Type-C 2.0, Bluetooth 5.2 এর মতো অনেক ফিচার দেওয়া হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ডায়মেনশন হল 161.9 x 74.1 x 7.8mm এবং ওজন 183 গ্রাম।