Technology

1 year ago

লঞ্চ হল Honor 90, জেনে নিন দাম

Honor 90
Honor 90

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Honor ভারতে Honor 90 স্মার্টফোন লঞ্চ করেছে। বিগত অনেক বছর কোম্পানিটি ভারতে তার জায়গা ছেড়ে দিয়েছিল। তারপরে আবার আধিপত্য পেতে একের পর এক নতুন ফোন এনে হাজির করছে ভারতীয় বাজারে। অর্থাৎ বলা যেতেই পারে, অনেক বছর পর এই স্মার্টফোন নিয়ে ভারতে প্রত্যাবর্তন করেছে কোম্পানি। কোম্পানি Honor 90-এ একটি 200MP আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা দিয়েছে। এতে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen1 প্রসেসর, 12GB RAM 512GB স্টোরেজ। এটি 3 কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এর বিশেষ ফিচার হল এতে AI নয়েজ রিডাকশন রয়েছে। দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

Honor 90-ফোনটি, মোট তিনটি রঙে কেনার জন্য উপলব্ধ হবে - Emerald Green, Diamond Silver এবং Midnight Black। 18 সেপ্টেম্বর থেকে Amazon এবং এর রিটেল চ্যানেলগুলিতে এই ফোনটি কিনতে পাওয়া যাবে।

স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট- 8GB+256GB এবং 12GB+512GB-সহ আসে, এবং এর দাম যথাক্রমে Rs 37,999 এবং Rs 39,999-টাকা।

Honor 90 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor 90 ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5কে কোয়াড কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1600 নিটস্ পীক ব্রাইটনেস, 3840PWM ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করেছে।

স্টোরেজ: Honor 90 ফোনে 12GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে 7GB virtual RAM রয়েছে যার মাধ্যে এই ফোনে মোট 19GB RAM উপভোগ করা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনে50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Honor 90 5G ফোনটিতে ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 7.1 এ কাজ করে।

You might also like!