দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন কাজকর্মের জন্য বর্তমানে অতি প্রয়োজনীয় হল আধার কার্ড। সরকারি সচিত্র পরিচয়পত্র হিসেবে সব ক্ষেত্রেই গ্রাহ্য। ফলে অতি গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্রটি খুব যত্ন করে রাখা দরকার। সাধারণ পেপারে আধারকার্ড থাকলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে প্রয়োজন PVC আধার কার্ড।
PVC আধার কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করলেই চলবে। কোনও সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে অনলাইনে আবেদন এবং ৫০টাকা জমা করলেই বাড়িতে এসে পৌঁছবে PVC আধার কার্ড।
জেনে নিন ঘরে বসে কীভাবে PVC আধার কার্ডের জন্য আবেদন করবেন-
প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে
সেখান থেকে My Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
এরপর ওই উইন্ডোতে থাকবে Order Aadhaar PVC কার্ড।
সেখানে ক্লিক করার পর আধার নম্বর দিতে হবে।
সব তথ্য ঠিকঠাক দেওয়ার পর ফোনে একটি OTP আসবে। OTP নির্দিষ্ট ওয়েবসাইটে দিয়ে অর্ডার সাবমিট ্করতে হবে। এরপর PVC আধার কার্ড পাওয়ার জন্য ৫০ টাকা জমা করতে হবে। অনলাইনেই সেই টাকা জমা করতে হবে। সেই টাকা জমা দেওয়ার পর অর্ডার কনফার্ম হবে। এবং কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে PVC আধার কার্ড পৌঁছবে।