Technology

2 years ago

Elon Musk:মাঝরাতে কর্মীদের ‘ইমেল’ করলেন ইলন মাস্ক

elone musk
elone musk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর্থিক মন্দার প্রভাবে হাজার হাজার কর্মীর চাকরি গেছে টুইটার থেকে। ইলন মাস্ক  টুইটার অধিগ্রহণের পর থেকেই একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি বিতর্কিত। ছাঁটাইয়ের পর এবার কোম্পানির কর্মীদের জন্য কিছুটা কড়া বার্তাই দিলেন মাস্ক।

ঘড়ির কাঁটায় তখন আড়াইটে বাজে। হঠাৎই টুইটার কর্মীদের  কাছে একটি ইমেল যায়। প্রেরক আর কেউ নন, স্বয়ং টুইটার মালিক। মাঝ রাতে ইমেল পাঠানো মাস্কের কাছে কোনও নতুন ঘটনা নয়। কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার নোটিসও মাঝ রাতেই পাঠিয়েছিলেন তিনি। এবার ইমেলে বিশ্বব্যাপী টুইটার কর্মীদের কড়া সতর্কবার্তা দিলেন মাস্ক।

 সূত্রে খবর, কর্মীদের অফিসে এসে কাজ করার কথা মনে করিয়ে দিয়েই ইমেল পাঠিয়েছিলেন ইলন। সেখানে তিনি লেখেন, অফিস আসাটা বিকল্প (অপশনাল) হতে পারে না! ছোট্ট এই ইমেল অনেক টুইটার কর্মীরই রাতের ঘুম উড়িয়ে দিয়েছে।

কিন্তু হঠাৎ কেন এমন বার্তা দিলেন ইলন? জানা যাচ্ছে, সম্প্রতি একদিন তিনি টুইটারের সানফ্রান্সিকোর অফিসে হাজির হন। গিয়ে দেখেন অফিস অর্ধেকের বেশি খালি। বহু কর্মীই বাড়ি থেকে কাজ করছেন। যা দেখে রীতিমতো রেগে যান টুইটার মালিক। তারপরই মাঝরাতে ইমেল করে অফিস আসা বাধ্যতামূলক সেটাই মনে করিয়ে দেন কর্মীদের।

প্রসঙ্গত, করোনা অতিমারীর সময় বিশ্বজুড়ে বেশিরভাগ কোম্পানিই বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে কাজ শুরু করে। প্রায় দু’বছর এমনভাবেই চলছিল কোম্পানিগুলি। বিশেষত টেক কোম্পানিগুলি এমন নিয়মেই চলছিল।

করোনা আতঙ্ক কাটিয়ে ফের বিশ্ব যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, তখন বহু কোম্পানিই ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যাপারটা তুলে দেয়। অফিস আসা বাধ্যতামূলক করে আগের মতোই। কিন্তু তারপরও কিছু জায়গায় কর্মীদের মধ্যে অফিস আসার ব্যাপারে অনীহা দেখা গেছে। টুইটারের ক্ষেত্রেও তেমন হয়েছে বলে মনে করছেন অনেকে। এখন দেখার মালিকের সতর্কবার্তায় পর কতটা পাল্টায় পরিস্থিতি।


You might also like!