দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Samsung Galaxy F54 ভারতে লঞ্চ করে গেল। ফোনের দাম রাখা হয়েছে 30,000 টাকার মধ্যেই। সম্প্রতি স্যামসাং, Galaxy A34 নামকও একটি ফোন লঞ্চ করেছে। অলরাউন্ডার সেই হ্যান্ডসেটের সঙ্গে নতুন Galaxy F54-এর অনেক মিল রয়েছে। বেশ বড় একটি ব্যাটারি, ডিসপ্লে, মিড-রেঞ্জের Exynos চিপসেট এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এই ফোনে। এর দাম ও ফিচার সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F54 এর দাম
এই স্মার্টফোনের 8GB র্যাম ও 256GB মডেলের আসল দাম 29,999 টাকা। তবে লঞ্চ অফার হিসাবে স্মার্টফোনটি 27,999 টাকায় কেনা যাবে। তবে এই রাখবেন এই দাম সীমিত সময়ের জন্য। ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে স্যামসাং গ্যালাক্সি এফ54। অনলাইনের পাশাপাশি রিটেল স্টোরগুলিতে শীঘ্রই ফোনের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে। রঙের ক্ষেত্রে থাকছে - মিটিওর ব্লু এবং স্টারডাস্ট সিলভার।
Samsung Galaxy F54 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
স্ক্রিন: গ্যালাক্সি এফ54 5জিতে সুপার এমোলেড+ প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং ওআইএস ফিচার সাপোর্টেড 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এই ফোনে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: Galaxy F54 5G ফোনটি স্যামসাঙের নিজস্ব 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 1380 অক্টাকোর প্রসেসরে রান করে। এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআই 5.1 যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy F54 5G ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি এফ54 5জিতে 6000mAh এর দুর্দান্ত ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য কোম্পানির পক্ষ থেকে এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।