Technology

2 years ago

Bad Effect of using more Mobile Phones : বেশি মোবাইল ব্যবহার করে নিজের অজান্তে কোন বড় বিপদ ডেকে আনছেন না তো? জেনে নিন সব তথ্য

Bad Effect of  using more mobile phones (Symbolic Picture)
Bad Effect of using more mobile phones (Symbolic Picture)

 

 দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রেমালাপ হোক কিংবা কর্মক্ষেত্রের আলোচনা, ফোনে দীর্ঘক্ষণ কথা বলার মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে মানুষের শরীরে। সপ্তাহে আধঘণ্টার বেশি ফোনে কথা বললে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেড়ে যায় অন্ত ১২ শতাংশ। নতুন গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।

মোবাইল থেকে যে রেডিওফ্রিকোয়েন্সি এনার্জির বের হয়, তা-ই শরীরে রক্তচাপ বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করে। এই উচ্চ রক্তচাপ থেকেই হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং সময়ের আগেই মৃত্যুর ঘটনা ঘটছে দুনিয়াজুড়ে। 

মোবাইল ফোন ব্যবহারে শরীরে কী প্রতিক্রিয়া হতে পারে, তা জানতে একটি সমীক্ষা করা হয়। ৩৭ থেকে ৭৩ বছরের মধ্যে যাদের বয়স, এমন ২ লক্ষ ১২ হাজার ৪৬ জনের উপর সমীক্ষা করা হয়। কত বছর ধরে তাঁরা মোবাইল ব্যবহার করেন, সপ্তাহে কত ঘণ্টা ফোনে কথা বলেন, হ্যান্ডস ফ্রি কিংবা স্পিকার করে কথা বলেন কি না- এই সবই আলাদা আলাদা করে খতিয়ে দেখা হয়েছে। তারই মধ্যে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে যারা ৩০ মিনিট বা তার বেশি সময় কথা বলে, তাদের ১২ শতাংশের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা গিয়েছে। 

গবেষকেরা সতর্কবার্তার সঙ্গে সঙ্গে দুটি সাবধানবাণী দিয়েছেন। (১) খুব প্রয়োজন ছাড়া মোবাইলে ৭/৮ মিনিটের বেশি এক সঙ্গে কথা বলবেন না। (২) যাদের বেশি সময় কথা বলতে হয়,তারা মোবাইল সেট মাথা থেকে দূরে রেখে কর্ডের মাধ্যমে কথা বলুন।

You might also like!