দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ iPhone 15 সিরিজ়ের পাশাপাশি নতুন প্রজন্মের দুটি স্মার্টওয়াচও লঞ্চ করেছে Apple। সেই ঘড়ি দুটি হল Watch Series 9 এবং Watch Ultra 2। লুক ও ডিজ়াইনের দিক থেকে দুটি ঘড়িই তার পূর্ববর্তী প্রজন্মের মতো। তবে ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে এই দুই স্মার্টওয়াচেই করা হয়েছে একাধিক পরিবর্তন। এই প্রথম Apple তার স্মার্টওয়াচের জন্য ইনডেক্স ফিঙ্গার ও থাম্ব ফর ট্রু হ্যান্ডস সহযোগে ডাবল ট্যাপ জেস্চারের মতো ফিচার্স দিয়েছে। এদের দাম ও ফিচার সংক্রান্ত তথ্যগুলি একনজরে দেখে নিন।
Apple Watch Series 9: দাম ও অন্যান্য তথ্য
এখনই প্রি-অর্ডার করা যাবে Apple Watch Series 9। এই নব প্রজন্মের অ্যাপল স্মার্টওয়াচ 22 সেপ্টেম্বর থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সেই দিন থেকেই বিভিন্ন অ্যাপল স্টোর ও অন্যান্য অনলাইন স্টোরগুলিতে চলে আসবে Apple Watch Series 9, যার দাম শুরু হচ্ছে 41,900 টাকা থেকে।
Apple Watch Series 9 এর স্পেসিফিকেশন
Apple Watch Series 9 এ এজ টু এজ কার্ভ রেটিনা অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। এতে 2,000 নিটস্ পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়। এই ওয়াচ 41mm এবং 45mm স্ক্রিন সাইজে পেশ করা হয়েছে।
নতুন জেনারেশনের এই ওয়াচে আলট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট সহ 32GB অনবোর্ড স্টোরেজ এবং নতুন S9 চিপ ব্যাবহার করা হয়েছে। এই নতুন চিপে 4-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। যা একে আরও ফাস্ট করে তোলে।
এই ওয়াচে সুইম প্রুফ, ডাস্ট ও ক্র্যাক রেজিস্টেন্স হওয়ার পাশাপাশি পড়ে গেলে, আপৎকালীন পরিস্থিতিতে এসওএস এবং গাড়ি দুর্ঘটনা হলে ম্যাসেজ দেওয়ার সুবিধা পাওয়া যায়।
এই ওয়াচে হার্টরেট সেন্সর, অক্সিজেন সেন্সর এবং টেম্পারেচার সেন্সর রয়েছে। এর সঙ্গে স্লিপ স্টেজ ট্র্যাকিং এবং হাই ওয়ার্কআউট ম্যাট্রিক্স সাপোর্ট করে।
এই ওয়াচ সিরিজ 9 এ ফাস্ট চার্জিং ফিচার আছে এবং এটি 18 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
কোম্পানি এতে নতুন ডবল টেপ জেসচার ফিচারও যোগ করেছে। এর সাহায্যে ইউজাররা তাদের ব্যুরো আঙ্গুল এবং তর্জনী ব্যাবহার করে কল রিসিভ, অ্যালার্ম স্নুজের মতো বেশ কিছু ফাংশন অ্যাক্সেস করতে পারবেন।
এই ওয়াচ ওয়াচওএস 10 এ কাজ করে। এছাড়া এতে সেলুলার (এলটিই) কানেক্টিভিটি, ব্লুটুথ, নতুন ওয়াচ ফেস এবং লো পাওয়ার মোডের মতো অনেক ফিচার আছে।
Apple Watch Ultra 2 এর স্পেসিফিকেশন
Apple এর সেকেন্ড জেনে Apple Watch Ultra 2 এর নতুন S9 চিপসেট রয়েছে। এতে সাফায়ার ফ্রন্ট ক্রিস্টাল সহ 49 এমএম স্ক্রিন দেওয়া হয়েছে। এই ওয়াচে 3,000 নিটস্ ব্রাইটনেস পাওয়া যায়।
একবার ফুল চার্জ করলে এই ওয়াচে 36 ঘন্টা পর্যন্ত এবং কম পাওয়ার মোডে 72 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।
এই ঘড়িতেও হেল্থ এবং ফিটনেস সম্বন্ধিত সমস্ত ধরনের সুবিধা পাওয়া যায়।
ট্র্যাকিঙের জন্য এতে ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস রয়েছে।
এই ওয়াচে ওয়াটার রেজিস্টেন্স, অন ডিভাইস সিরি, হার্ট রেট সেন্সর, অক্সিজেন ট্র্যাকার, স্লিপ ট্র্যাকিং ও টেম্পারেচার সেন্সরের সঙ্গে ইসিজি পর্যন্ত আছে।