Technology

2 years ago

Airtel launched new service : Airtel আনল নতুন পরিষেবা, UPI বা ডেবিট কার্ডের দরকার নেই, মুখ দেখিয়েই করা যাবে পেমেন্ট

Airtel launched new service
Airtel launched new service

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রযুক্তি দিন দিন মানুষের জীবনকে সহজ করে তুলছে। শুরুতে ব্যাংক থেকে টাকা তোলার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে‌ হত। এরপর এলো এটিএমের যুগ। তবে এখন ইউপিআই-ভিত্তিক পেমেন্ট মানুষকে ঘরে বসেই অর্থ আদান প্রদান করতে দিচ্ছে। কিন্তু এখন আবার একটি নতুন প্রযুক্তি এসেছে, যাতে ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। যেখানে ফেস রিকগনিশনের মাধ্যমে লেনদেন করা যাবে। Airtel Payment Bank এই পরিষেবা চালু করেছে।

নতুন ফেস রিকগনিশন পেমেন্ট সার্ভিস কিভাবে কাজ করবে

এর জন্য আপনাকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এর পরে, গ্রাহকরা আধার নম্বর এবং নিজের মুখ দেখিয়ে অর্থ প্রদান করতে পারবেন। এটি একটি আধার এনাবল পেমেন্ট পরিষেবা। এর জন্য এয়ারটেল, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সঙ্গে অংশীদারিত্ব করেছে।

ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করার দরকার নেই

ব্যবহারকারীরা এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে মিনি স্টেটমেন্ট পাবেন। এছাড়াও, আপনি ফেস (মুখ) দেখিয়ে অনলাইনে পেমেন্ট করতে সক্ষম হবেন। উল্লেখ্য, এর আগে আধার এনাবল পেমেন্ট পরিষেবায় আঙুল ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিয়ে লেনদেন করা যেত।

কিন্তু ফেস রিকগনিশন পেমেন্ট সার্ভিসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার দরকার নেই। জানিয়ে রাখি, Airtel চতুর্থ ব্যাংক হিসাবে এই ধরনের পরিষেবা সরবরাহ করেছে।


You might also like!