দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:কলকাতা হাইকোর্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক **কুণাল ঘোষকে** বিদেশ সফরের অনুমতি দিয়েছে। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষ তাকে লন্ডন ও আয়ারল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছেন, ফলে তার বিদেশযাত্রায় এখন আর কোনো বাধা নেই।
কুণাল ঘোষের অক্টোবর মাসে লন্ডন ও আয়ারল্যান্ডে সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই বিদেশ যাত্রার অনুমতির জন্য আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সিবিআই আদালতে জমা দেওয়া একটি রিপোর্টে উল্লেখ করা হয়, কুণাল ঘোষ সবসময় আইন ও নিয়ম-কানুন মেনে চলেন। সব বিষয় খতিয়ে দেখার পর হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে বিদেশ সফরের অনুমতি দেন। গতবারের মতো এবারও কিছু শর্ত আরোপ করা হয়। কুণাল ঘোষকে ৫ লক্ষ টাকা আদালতে জমা দিতে বলা হয়, যা তিনি যথাযথভাবে জমা করেন এবং বিদেশ সফর শেষে ফেরত পাবেন।
প্রসঙ্গত, গত ২০১৭ সালে সারদা মামলায় জামিন পান কুণাল ঘোষ। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁর পাসপোর্ট জমা ছিল সিবিআইয়ের কাছে। ৬ বছর পর গত ২০২৩ সালে কুণাল প্রথমবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে সেই অনুমতি দেয়। এরপর একাধিকবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। চলতি বছরের গত মার্চেও লন্ডন সফরের জন্য অনুমতি চান। সেবারও তাঁকে অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট।