International

11 hours ago

Global Market Watch:ট্রাম্পের কঠোর অবস্থান, অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

Trump tariff warning
Trump tariff warning

 

ওয়াশিংটন, ৭ জুলাই : ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া দেশগুলির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া হুঁশিয়ারিতে শোরগোল আন্তর্জাতিক মহলে। আমেরিকা-বিরোধী ব্রিকস নীতি মানলেই ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিক্‌স-এর আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে যে সব দেশ যুক্ত থাকবে, তাদের বাড়তি আরও ১০ শতাংশ কর দিতে হবে মার্কিন পণ্যে। সোমবার সকালে (ভারতীয় সময়) এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকেই বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির কাগজ পেয়ে যাবে, জানিয়েছেন তিনি। আমেরিকার সময় অনুযায়ী সোমবার বেলা ১২টা থেকে ওই কাগজ দেওয়া হবে। কোনও দেশের ক্ষেত্রে তা হবে চুক্তির নথি, কোনও দেশের ক্ষেত্রে শুল্কের চিঠি। সমাজমাধ্যমের একটি পোস্টে এ কথা জানিয়েছেন ট্রাম্প।


You might also like!