International

1 day ago

Israeli attack on Gaza: ইজরায়েলি বিমান হানায় নিহত সাংবাদিক ইসমাইল আবু হাতা‍ব

Journalist Ismail Abu Hatab was among those killed in the asirstrike on Al-Baqa cafe in Gaza
Journalist Ismail Abu Hatab was among those killed in the asirstrike on Al-Baqa cafe in Gaza

 

গাজা, ২ জুলাই: গাজায় আল-বাকা কাফেতে ইজরায়েলি বিমান হানায় নিহত হলেন প্যালেস্টাইনি সাংবাদিক তথা চলচ্চিত্র নির্মাতা বছর ৩২-এর ইসমাইল আবু হাতা‍ব। জানা গেছে, পশ্চিম গাজায় সমুদ্রমুখী আল-বাকা কাফেটিতে ইন্টারনেট সংযোগ থাকায়, সংবাদমাধ্যমের কর্মীরা প্রায়শই সেখানে যেতেন। সেখানেই হামলা চালায় ইজরায়েল। হামলায় আবু হাতার-সহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

You might also like!