Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Horoscope

2 years ago

Astrology Tips: হাতের এই রেখা বলে দেবে বিদেশ যাত্রার যোগ রয়েছে কিনা

Palmistry
Palmistry

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতের তালুর এই রেখাগুলি বলে দেয় আপনার বিদেশ যাওয়ার যোগ রয়েছে কিনা। কারণ এমন অনেকেই রয়েছে যারা দেশে নয় বিদেশ থাকতে বা বিদেশ বেড়াতে যেতে বেশি পছন্দ করে। অনেকেই সাধ রয়েছে জীবনে একবার হলেও বিদেশ ভ্রমণের। তবে তা কী আপনার জীবনে সম্ভব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আপনার হাতের তালুর মধ্যে। কর্মজীবন, আপনার শিক্ষা, প্রেমের গল্প, স্বাস্থ্য, এই লাইনগুলি আপনার বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি করে।

হস্তরেখা বিদ্যা অনুযায়ী কারও হাতে যদি চন্দ্র পর্বতের স্বস্তিক চিহ্ন থাকে তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের চিহ্ন বিদেশ ভ্রমণের যোগ তৈরি করে।

কারও হাতের তালুর রেখা যদি লাইফলাইন বা জীবনরেখা যদি ভাগ্য রেখাকে অতিক্রম করে চন্দ্র পর্বতের দিকে চলে যায় তাহলে সেই ব্যক্তি বা মহিলার বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।

এই লাইনটি যতবেশি ডিপ হবে সেই ব্যক্তি তত বেশি বিদেশ বসবাসের সুযোগ পাবেন।

যদি কোনও ব্যক্তির হাতের সবচেয়ে ছোট আঙুলের নীচে উপস্থিত বুধ পর্বত থেকে বেরিয়ে আসা রেখাটি অনামিকা আঙুলের নীচে পৌঁছে যায় তবে এমন ব্যক্তি অবশ্যই তার জীবনে একবার বিদেশ ভ্রমণের সুযোগ পান

তালুর রেখা ও চিহ্ন ছাড়াও আপনি তালুতে উপস্থিত তিল থেকেও বিদেশ ভ্রমণ সম্পর্কে জানতে পারেন।

যদি কোনও ব্যক্তি বা মহিলার ডান ভ্রুর কাছে তিল থাকে তাহলে সেই ব্যক্তি বা মহিলার দেশের পাশাপাশি বিদেশেও ব্যবসা করার সম্ভাবনা প্রবল। সংশ্লিষ্ট একাধিকবার বিদেশে যাওয়ার সুযোগ পান। নাকে বা পায়ের বুড়ো আঙুলে তিল থাকলে তার বিদেশ ভ্রমণের যোগ রয়েছে বলে বিশ্বাস করা হয়।

You might also like!